জানাজার নামাজের নিয়ত নিয়ম ও দোয়া
আজকে আমরা জানবো জানাজার নামাজের নিয়ত নিয়ম এবং দোয়া সমূহ অনেকেই আমরা কবর জিয়ারতে যাইবা কবরের মাটি দিতে যায় কিন্তু অনেকেই জানাজা সম্পর্কে জানিনা।
তাদের জন্য মূলত এই পোস্টটি অনেক মূল্যবান কারণ জানাযার সঠিক নিয়ম নিয়ত এবং দোয়া না জানলে জানাজা সম্পন্ন করা হবে না তাই চলুন জেনে নেওয়া যাক।
ভূমিকা
আমরা জানতে চলেছি জানাযার নামাজের নিয়ত সমূহ আরো জানবো নিয়ম এবং দোয়া সমূহ কবরে লাশ রাখার দোয়া কবরে মাটি দেওয়ার দোয়া এক কথায় বলা যায় জানাজা সম্পর্কিত এবং কবরের মাটি দেওয়া সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে মূলত আর্টিকেলটি তৈরি করা হলো তাই আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য
নিশ্চয় জানাযা এবং মাটি দেওয়ার এ টু জেড তথ্য জানতে পারবেন কারণ আমরা সঠিক তথ্য দিয়ে পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকি তাই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন জানাজার নামাজের নিয়ত নিয়ম এবং দোয়া সমূহ বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
কবরে লাশ রাখার দোয়া
কবরের লাশ রাখার দোয়া রয়েছে যা অনেকেরই জানা নেই খবরের লাশ রাখার সময় অন্যজন বলে দেয় তাদের জন্য একটু লজ্জাজনক হয়ে দাঁড়ায় তাই আজকে আমরা জানবো কবরের লাশ রাখার দোয়া যেমন নিজে উল্লেখ করা হলো
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া ওয়ালা সুন্নাতি রাসূলুল্লাহি
এর অর্থ: আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মে মাইয়াতকে কবরে রাখছি
অন্যান্য বর্ণনা এসেছে
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ
অর্থ: আল্লাহ তাআলার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা দলের ওপর রাখা হচ্ছে মাইয়াতকে
এখানে কবরের লাশ রাখার দুইটি দোয়া রয়েছে যে কোন একটি পাঠ করলেই কবরের লাশ রাখতে পারবেন তবে প্রথম একটা বেশি প্রচলিত ছিল এখন অন্যান্য বর্ণনায় পরের দোয়াটা এসেছে তাই যেকোনো একটি দোয়া পাঠ করেই কবরের লাশ রাখতে পারেন।
জানাজার নামাজের নিয়ত নিয়ম ও দোয়া
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো জানাজার নামাজের নিয়ত নিয়ম ও দোয়া সমূহ আমরা অনেকেই জানা যায় অংশগ্রহণ করেও জানাজা সম্পর্কে অনেকের ধারণা থাকে না তাই আজকে আমরা জানাজা সম্পর্কিত তথ্য জানবো জানাজার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে ইমাম সাহেব নিয়ত নিয়ম
এবং দোয়া করে থাকে কিন্তু সেই সময় অনেকে বুঝতে পারে না তাই এই পোস্টটা যদি সম্পূর্ণ পড়েন তাহলে খবরের লাস্ট রাখা থেকে জানাযার শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত নিচে দেওয়া হলো।
জানাজা নামাজের নিয়ত
জানাজা নামাজের নিয়ত হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপর দরুদ পাঠ করা জানাজা নামাজের নিয়ত নিচে উল্লেখ করা হলো যেমন।
বাংলা উচ্চারণ: নাউ আই তু আন ওয়াদিয়া লিল্লাহি তা'আলা আরবাহ তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছনাও লিল্লাহি তা'আলা ওয়াছাল্লাতু আলান্নাবিয়্যে ওয়াদ্দোয়াউ লে লেহাজাল মাইয়াতে এক্কতেদায়িতু বিহাজাল ইমাম মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ সারি ফাতে আল্লা হু আকবার
বাংলা নিয়ত: আমি চার তাকবীরে শহীত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তির পুরুষ অথবা মহিলা এর উদ্দেশ্যে আদায় করতাছে আল্লাহ আকবার।
এখানে আরবি এবং বাংলায় দুইটা উপায়েই আপনি নিয়ত করতে পারেন কোন সমস্যা নেই আরবিতে জানলে আরবিতে এবং বাংলায় জানলে বাংলায় বাংলাতে নিয়ত করলেও নিয়ত হয়ে যাবে তাই নিয়ত টা হলো মূল যেভাবেই করেন না কেন সম্পূর্ণ হয়ে যাবে।
জানাজা নামাজের নিয়ম
জানাযা নামাজের নিয়ম হল জানাযার নামাজের ইমাম মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবে এবং ইমামের পিছনে মুত্তাকীদের কাতার বাঁধতে হবে এরপরে জানাজার নামাজের নিয়ত করতে হবে যাইতে মধ্যে উল্লেখ করেছি দেখে নিতে পারেন নিয়ত মনে মনে করলেই হবে এরপরে তাকবীরের তাহারিমা বলে
কাজ পর্যন্ত হাত তুলতে হবে এরপরে ছানা পাঠ করতে হবে তাকবীর দিয়ে দরুদ পাঠ করতে হবে এরপরে তৃতীয় তাকবীরে সকলের জন্য এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে এরপরে চতুর্থ তাকবীরে হাত উঠাবে না এরপরে ডানদিকে এবং বাম দিকে সালাম ফিরাতে হবে ইমাম তাকবীর দিবে উচ্চস্বরে
এবং বাকি দোয়া পাঠ করবে মনে মনে এভাবেই মূলত জানাজার নামাজ পড়ানো হয়ে থাকে বা এটাই সঠিক নিয়ম।
জানাজা নামাজের দোয়া
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগ ফিরলে হাইওনা ও মাইয়াতিনা ওয়া শাহিদীনা ওয়া গাইয়ে বিনা ও ছাগী রিনা ও কাবেরী না ও জাকিরিনা ও উনছানা আল্লাহুম্মা মান অহ্ইয়া্হইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়ামান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়া ফাহু আলাল ঈমান বেরাহামাতিকা ইয়া আর হামার রাহিমিন।
পুরুষের জন্য জানাযার দোয়া
পুরুষের জন্য জানাযার দোয়া আলাদা এবং নারীদের জন্য রয়েছে আলাদা পুরুষের জন্য যে দোয়াটি রয়েছে তা হল নিচে উল্লেখ করা হলো।
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাজ আল-হোলানা ফারতাাও ওয়াজ আল-হোলানা আজ রাও ওয়া জুকরাও ওয়াজ আল হুলানা ওয়া মুসাফ্ফায়ানা
নারীদের জন্য জানাযার দোয়া
ইতিমধ্যে আমরা পুরুষের জন্য জানাযার দোয়া জেনে এসেছি এবার জানবো নারীদের জন্য জানাজার দোয়া উভয় পক্ষের আলাদা আলাদা রয়েছে নিচে উল্লেখ করা হলো।
বাংলা উচ্চারণ: আল্লাহুমমাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুক রাও ওয়াজ আলহা লানা সাফিয়া ওয়া মুসাফ ফায়ান।
কবরে মাটি দেওয়ার দোয়া
কবরে মাটি দেওয়ার নিয়ম রয়েছে যেমন দুই হাতের তালুতে মাটি নিয়ে তিন বারে কবরে মাটি দিতে হয় প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পাঠ করতে হয় মিনহা খলাক না কম দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পাঠ করতে হয় ওয়াফিহা নুইদুকুম এবং তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পাঠ করতে হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখড়া এ বলে কবরে মাটি দিতে হয়।
কবর জিয়ারতের নিয়ম
কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা তিনবার পাঠ করতে হয় সূরা ফালাক ৩ বার সূরা নাস তিনবার এবং সূরা ইখলাস সাতবার পাঠ করতে হয় আয়াতুল কুরসি পাঠ করতে হবে তিনবার দরুদ শরীফ ১১ বার আস্তাগফিরুল্লাহ ১১ বার এবং সর্বশেষ মোনাজাত করে কবর জিয়ারত সম্পন্ন করতে হবে এটাই মূলত কবর জিয়ারতের সঠিক নিয়ম।
কবর দেখলেই যে দোয়া পাঠ করতে হয়
মানুষের আমলনামা তার মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় তবে কিছু কিছু আমলনামা জারি থাকে যেমন দুনিয়াতে যদি ভালো আমল রেখে যেতে পারে কোরআনের শিক্ষায় আলোকিত একটি সুপপত্র রেখে যেতে পারে তবে মরার পরেও তারা আমলনামায় নেকি লেখা হবে কবর দেখলেই যে দোয়া পাঠ করতে হয় তা বিস্তারিত নিচে দেখুন।
বাংলা উচ্চারণ: আসসালামু আলা আহালিদ দিয়ারী মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইয়ার হামুল্লাহুল মুস্তাকুদ্দিমিনা ওয়াল মোস্তাখিরিনা ওয়া ইন্না ইন শাআল্লাহ বিকম লাহাহিকুন
এর অর্থ: মুমিন ও মুসলিম কবরবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক আমাদের মধ্য থেকে যারা আগে মারা গেছেন এবং যারা পড়ে মৃত্যুবরণ করবেন তাদের ওপরও আল্লাহ দয়া করুন আল্লাহর ইচ্ছায় আমরাও শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হব।
সর্বশেষ কথা
আমরা ইতিমধ্যে জেনেছি জানাজার নামাজের নিয়ম এবং দোয়া সমূহ আরো জেনেছি কবর দেখলে যে দোয়া পাঠ করতে হয় কবর জিয়ারতের নিয়ম কবর লাশ নামানোর নিয়ম এবং খবরের মাটি দেওয়ার নিয়ম এক কথায় বলা যায় কবর জিয়ারত থেকে কবরে মাটি দেওয়ার শেষ পর্যন্ত এ টু জেড তথ্য আমরা এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি
তাই আমি সাজেস্ট করবো আপনি যদি না জেনে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পরার জন্য নিশ্চয়ই উপকৃত হবেন কারণ আমরা সঠিক তথ্য দিয়ে পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url