সেহরি ও ইফতারের নিয়ম এবং দোয়া
আজকে আমরা জানব সেহরি এবং ইফতারের নিয়ম এবং দোয়া সমূহ অনেকেই আছে যারা নিয়মিত রোজা করে কিন্তু অনেক নিয়ম কানুন এবং দোয়া সমূহ জানিনা।
তো মূলত এই আর্টিকেলটি তাদের জন্য অনেক মূল্যবান হতে চলেছে যারা ইফতারের সময় এবং নিয়ম এবং দোয়া সমূহ জানেনা তাদের জন্য কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত নিচে দেখুন।
ভূমিকা
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো সেহরি ও ইফতারের নিয়ম এবং দোয়া সমূহ আরো জানব ইফতারের আগের দোয়া এক কথায় বলা যায় ইফতার এবং সেহেরি সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে আর্টিকেলটি তৈরি করা হলো তাই যারা এখনো সেহরি এবং ইফতার সম্পর্কিত তথ্য না জানেন তাদের জন্য এই আর্টিকেলটি অনেক মূল্যবান হতে চলেছে
তাই আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি করার জন্য তবে নিশ্চয়ই উপকৃত হবেন কারণ আমরা সঠিক তথ্য দিয়ে পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি করার চেষ্টা করুন বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
ইফতারের আগে দোয়া
ইফতারের আগে দোয়া করা ইসলামে অনেক গুরুত্ব রয়েছে কিছু কিছু হাদিসে এসেছে রোজাদারের দোয়া ইফতার করার সময় কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে রাসুলুল্লাহ সাঃ তার উম্মত এবং সাহাবীদেরকে আল্লাহর কাছে ইফতারের সময় দোয়া করতে উৎসাহিত করে তুলতেন কারণ
রোজাদারের দোয়া ইফতারের সময় সবচাইতে কবুল হয় বেশি কয়েকটি সময় দোয়া কবুল হয় বেশি যেমন বৃষ্টি বর্ষণের সময় ইফতারের আগে নামাজের পরে কয়েকটি সময় দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া করার পদ্ধতি নিচে উল্লেখ করা হলো।
ইফতার করার সময় দোয়া
বিসমিল্লাহহি আল্লাহুম্মা লাকা সন্তু ওয়া আলা রেজক্কিকা আফত্বার তু
অর্থ: আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দোয়া রিজিক দ্বারা ইফতার করছি
এখানে ইফতারের একটি দোআ শেখানো হলো ইফতার করার সময় এই দোয়াটি পাঠ করলেই ইফতারের সময় কার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই দোয়াগুলো পাঠ করা অত্যন্ত প্রয়োজন।
সেহরি ও ইফতারের নিয়ম এবং দোয়া
সেহরি এবং ইফতারের সময় কিছু নিয়ম মানতে হয় যেমন সেহরির সময় কিছু নিয়ত বাঁধতে হয় এবং ইফতারির টাইমে কিছু দোয়া পাঠ করতে হয় যা ইতোমধ্যে আমরা উপরে উল্লেখ করেছি দেখে নিতে পারেন ইফতারের দোয়া সমূহ ইতিমধ্যে আমরা ইফতারের দোয়া জানতে পেরেছি এখন আমরা জানবো সেহরি করার নিয়ত এবং দোয়া সমূহ বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
রোজার নিয়ত বাংলায়
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মোবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু খাতকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা এবং পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া
আমরা ইতিমধ্যে ইফতারের আগের দোয়াটি জেনে নিয়েছি ওপরে উল্লেখ করা হয়েছে দেখে নিতে পারেন ইফতারের পরেও কিছু দোয়া রয়েছে যা আমরা এখন জানবো বিস্তারিত নিচে উল্লেখ করা হলো ইফতারের শেষের দোয়া গুলো।
ইফতারের পরের দোয়া
যাহা বাজ জামাউ ওয়াব তালা তিল উরুকু ওয়া ছবাতাল আজরু ইনশাআল্লাহ।
এর অর্থ: ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান আমাদের প্রতি সওয়াব স্থির হল।
ইফতারের সময় করনীয় কি
ইফতারের সময় কিছু করণীয় কাজ রয়েছে যা আমরা প্রায় নানা ধরনের কাজে লিপ্ত থাকি অথবা এ সময়টা বিভিন্ন কাজের মাধ্যমে অতিবাহিত করি সেই নিয়ম গোলা কি চলুন জেনে নেওয়া যাক প্রথমত সময়মতো ইফতার করা ইফতারের সময় অন্যান্য কাজে লিপ্ত না থাকা এবং সঠিক সময়ে ইফতার করা
ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া দরুদ এবং ইস্তেগফার করা খেজুর সাদা পানি এবং দুধ দিয়ে ইফতার করা এবং মাগরিবের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা খেয়াল রাখবেন ইফতার করতে গিয়ে নামাজ যেন কাযানা হয় ইফতারের সময় ভারী খাবার না খাওয়া এবং ইফতারের
কিছু সময় আগে ইফতার সামনে নিয়ে তাওবা ইস্তেগফার দোয়া দরুদ এগুলো পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করা এগুলোই ইফতারের সময় প্রতিটা মুসলিমের করণীয়।
সেহরির সময় করনীয় কি
আমরা ইতিমধ্যে জেনেছি ইফতারের সময় করনীয় কি এবং দেওয়া সমূহ এবার জানব সেহরির সময় আমাদের করণীয় কি দোয়া সমূহ উপরে উল্লেখ করা হয়েছে এক নজরে দেখে নিতে পারেন সেহরির সময় আমাদের যা করণীয় তা হল সেহরি ফজরের আজানের কিছুক্ষণ আগে করা উত্তম কেননা আপনি যখন এক থেকে দুই ঘন্টা আগে
সেহেরি করবেন তখন নিশ্চয়ই আপনি ফজরের নামাজের জন্য প্রস্তুত থাকতে পারবেন না এর কারনে বলা হয়েছে সেহরি ফজরের আযানের কিছুক্ষণ আগে করা উত্তম এতে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং সেহেরির পরে আমাদের করণীয় হল ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ঘুমানো এতে খাবার পরিপাক সহায়তা করতে
সহায়তা করবে আর যদি এক থেকে দুই ঘন্টা আগে খেয়ে শুয়ে পড়েন তবে এসিডিটির সমস্যা বেশি দেখা দেবে তাই সেহরীর সময় আমাদের করণীয় সেহরি করার পর নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাতে যাওয়া।
সেহরিতে কোন ধরনের খাবার রাখা উচিত
সেহরিতে আপনি যেকোনো ধরনের খাবার রাখতে পারেন যেমন মাছ মাংস ডাল সবজি ইত্যাদি যা পরিমাণ মতো খুব বেশিও না খুব কমওনা এবং যাদের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারেন এবার জানবো আমরা ইফতারিতে কি কি খাওয়া উচিত।
ইফতারের সময় কোন কোন খাবার খাওয়া উচিত
সেহরির সময় যে ধরনের খাবার খেতে পারেন ইফতারের সময়তেও রাখতে পারেন সেই সকল খাবার যেমন রুটি ভাত ডাল সবজি মাছ ইত্যাদি এটা আপনার ব্যক্তিত্বের মধ্যে পড়ে তবে যত উপকার রয়েছে এমন খাবার খেলে সব চাইতে উপকার বেশি পাবেন এবং সেহেরী হোক অথবা ইফতার হোক অন্তত ৯ থেকে ১০ ক্লাস পানি পান করার চেষ্টা করবেন
আস্তে আস্তে একসঙ্গে অতিরিক্ত পানি খেলে সমস্যা দেখা দিবে তাই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে এবং এই খাবারগুলো খেতে পারলেই এবং দোয়াগুলো পড়ে সেহরি এবং ইফতার করলে সঠিক নিয়ম সেহরি এবং ইফতার করা হয়ে যাবে।
সর্বশেষ কথা
আমরা ইতিমধ্যে জেনেছি সেহেরী এবং ইফতারের সঠিক নিয়ম সঠিক দোয়া সমূহ আরো জেনেছে সেহেরিতে কোন খাবার খাওয়া উচিত এবং ইফতারিতে কোন খাবার খাওয়া উচিত এক কথায় বলা যায় সেহেরি এবং ইফতার সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে আমরা এই আর্টিকেলটি তৈরি করেছে। আরো কিছু
তথ্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোন ভুল ত্রুটি পেলে ক্ষমা চোখে দেখবেন এবং উপকৃত হলে আমাদের সাথে থাকবেন এবং ফলো করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি আর্টিকেলের মাধ্যমে সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url