তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ

আজকে আমরা জানবো তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ আরো জানব তারাবির নামাজের নিয়ত এবং আট রাকাত পড়া যাবে কিনা সেই সম্পর্কেও এবং নামাজের পর যে মোনাজাত করা হয় সে সম্পর্কেও আমরা জানবো।
তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ
এক কথায় বলা যায় তারাবি সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে মূলত আর্টিকেলটি তৈরি করা হলো তাই আমি সাজেস্ট করব যদি তারাবি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে এ পোষ্টটি আপনার জন্য অনেক মূল্যবান বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

ভূমিকা

আমরা জানবো তারাবির নামাজের নিয়ম এবং নিয়ত সমূহ আরো জানবো দোয়া সমূহ তারাবির নামাজ আট রাকাত নাকি ২০ রাকাত সে সম্পর্কে জানব আরো জানবো তারাবির নামাজ সুন্নত নাকি নফল এক কথায় বলা যায় তারাবির নামাজ সম্পর্কিত এ টু জেড তথ্য আমরা জানবো এই পোষ্টের মাধ্যমে আপনি যদি তারাবি নামাজ সম্পর্কিত তথ্য জানতে চান


তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক মূল্যবান হতে চলেছেন কারণ আমরা সঠিক তথ্য দিয়ে পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকে তাই তারাবির নামাজ সম্পর্কিত তথ্য জানতে হলে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ পোস্টটি করার চেষ্টা করুন বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

তারাবির নামাজ সুন্নত নাকি নফল

আমরা অনেকেই জানিনা তারাবির নামাজ আসলে সুন্নত নাকি নফল তো চলুন জেনে নেওয়া যাক তারাবির নামাজ মূলত তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা যা নফল ও না এবং ফরজনা এই সুন্নতে মুয়াক্কাদা মূলত ২০ রাকাত হয়ে থাকে যা চার রাকাত সুন্নত এশার সময় এবং চার রাকাত ফরজ দুই

রাকাত সুন্নত আদায় করার পর দুই রাকাত দুই রাকাত করে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হয় এবং চার রাকাতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাসবীহ পাঠ করতে হয় তাহাবির নামাজে তাসবি পাঠ করার কারণে এর নামকরণ করা হয়েছে সালাতুত তারাবি যা প্রতিটা মুসলমানের জন্য ক্ষমাপ্রার্থনার

একটি সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা রমজান মাসে তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা যা আদায় করলে আল্লাহতালা নিজ হাতে মুমিনগণকে পুরস্কৃত করবেন ।

তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ

তারাবির নামাজের নিয়ম হল চার রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয় এশার সময় এরপরে চার রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর দুই দুই করে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে হয় প্রতি চার রাকাতে তাজবীহ পাঠ করতে হয় দোয়া করতে হয় এখনকার সময়ে চার চার


রাকাতে কোন মোনাজাত করে না একেবারে ২০ রাকাত শেষে মোনাজাত করা হয় ১০ সালা মেয়ে ২০ রাকাত করে পাঠ করা হয় তারাবির নামাজের দোয়া সমূহ নিচে উল্লেখ করা হলো।

তারাবির নামাজের দোয়া সমূহ

তারাবির নামাজের দোয়া সমূহ বাংলা উচ্চারণসহ নিচে উল্লেখ করা হলো বিস্তারিত এক নজরে দেখে নিন।
তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণ:
সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহ ইজ্জত ওয়াল আজমাতি ওয়াল হাই বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবাহানাল্লাহ মালিকুল কুদ্দুসিল হাইলাজি লা ইয়ান নামু ওয়ালাইয়া মুতু ছুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ও রাব্বুল মালাইকাতিওয়াল রুহ।

তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণ সহ এখানে উল্লেখ করা হলো।ৎ

তারাবি নামাজের নিয়ত

তারাবির নামাজের নিয়ত দুইরকম আছে একটি আরবীতে এবং একটি বাংলাতে যেকোনো একটি নিয়ত করলেই তারাবির নামাজ সম্পন্ন হয়ে যাবে তারাবির নামাজের নিয়ত সমূহ নিচে উল্লেখ করা হলো বিস্তারিত এক নজরে দেখে নিন।

তারাবি নামাজের বাংলা নিয়ত উচ্চারণ

নাওয়াইতু আন উছালিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতাই সালাতুত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি মোতাওয়াজিহান এলাকাবাতিস শারিফা।

তারাবি নামাজের বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে ইমামের পিছনে জামাতের সঙ্গে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায়ের নিয়ত করতাছি আল্লাহ আকবার।

তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি

তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত কোনটা পড়লে সঠিক উপায়ে তারাবির নামাজ আদায় করা হবে এই নিয়ে অনেকে অনেক রকম মত পোষণ করে থাকে সঠিক মতে ২০ রাকাতও পড়া যাবে এবং আট রাকাত পড়া যাবে ইসলাম এমন একটি শাসনব্যবস্থা যেখানে যেকোনো সমস্যার সমাধান রয়েছে


যেমন একটি কনফারেন্সে ড জাকির নায়েক এর একটি বক্তব্য শুনলাম যেখানে তিনি বলেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি নিজেই এগারো রাকাত তারাবির নামাজ আদায় করত এটা আবার কিভাবে সম্ভব যেমন এর যুক্তি রয়েছে দুই দুই করে আট রাকাত এবং তিন রাকাত

বেতের নামাজ এরপর টোটালে ১১ রাকাত এভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ আদায় করতেন এবং সারারাত্রি তিনি এবাদতের মাধ্যমে রাত্রি যাপন করতেন।

তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের

তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের তারাবির নামাজ এশার পরে আদায় করা হয়ে থাকে জামাতে আদায় করা বরকত পূর্ণ হলেও মহিলারা চাইলে ঘরে বসে নামাজ আদায় করতে পারবে তারাবির নামাজের রাকাত সাধারণত ২০ রাকাত হয়ে থাকে তবে চাইলে ৮ রাকাত পড়া যাবে এবং পর্দার সই নামাজের সময় মহিলা পরিপূর্ণভাবে

পর্দার সঙ্গে তারাবির নামাজ আদায় করতে পারবে নামাজের পূর্ব প্রস্তুতি হল পবিত্রতা রক্ষা করা এবং অন্তরের নিয়ত থাকা এবং অন্যান্য নামাজের যেভাবে সূরা পাঠ করা হয় ঠিক তেমনভাবেই সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা মিলিয়ে পাঠ করলেই তারাবির নামাজ সম্পন্ন করা সম্ভব এবং অন্যান্য সবকিছুই একই থাকবে তারাবি নামাজের দোয়া নিচে উল্লেখ করা হলো।

তারাবির নামাজের দোয়া

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ান আউজুবিকা মিনান্নার

এর অর্থ: হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই

তারাবি নামাজের মোনাজাত বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নান নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান্নার বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার ইয়া কারিমু ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়াবারু আল্লাহুম্মা আজিরনা মিনান্নার ইয়া মজিরর ইয়া মজিরু ইয়া মূজির বিরাহা মাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অনেকেই চার রাকাত পর পর মোনাজাত করে থাকেন আবার অনেকে পুরো নামাজ শেষ করে মোনাজাত একসঙ্গে করে থাকে দুই ভাবেই মোনাজাত করা যাবে কোন সমস্যা নেই।

সর্বশেষ কথা

আমরা ইতিমধ্যে জেনেছি তারাবির নামাজের নিয়ম নিয়ত এবং দোয়া সমূহ আরও জেনেছে তারাবি নামাজের মোনাজাত সমূহ এক কথায় বলা যায় তারাবির নামাজের এ টু জেড তথ্য নিয়ে আমূল আর্টিকেলটি তৈরি করা হলো আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য

নিশ্চয়ই উপকৃত হবেন কারণ সঠিক তথ্য দিয়ে আমরা পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকি নতুন নতুন পোস্ট পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url