ডিগ্রি ১ম বর্ষ ভূগোল ও পরিবেশ ২য় পত্র সাজেশন
আমরা জানবো ডিগ্রী এখন বর্ষে ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র সাজেশন সম্পর্কে এখানে কিছু শর্ট সাজেশন উল্লেখ করা হবে যা পরীক্ষাতে কমন আসবে এগুলো পড়ে গেলে ১০০% কমন পাবেন।
এর জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পরতে হবে তবে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত কিছু শর্ট সাজেশন জানতে পারবেন যেমন বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
ভূমিকা: ভূগোল ও পরিবেশ শর্ট সাজেশন সম্পর্কে জেনে নিন
আজকে এখানে উল্লেখ করা হবে ডিগ্রী এখন বর্ষের ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র সাজেশন সম্পর্কে যেমন ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এই তিন বিভাগ নিয়েই আজকে পোষ্টের মাধ্যমে জানানো হবে যেমন ক বিভাগের কিছু শর্ট সাজেশন যেগুলো পড়ে গেলে ১০০% কমন পাবেন এবং খ বিভাগের কিছু
প্রশ্ন এখানে উল্লেখ করা হবে যেগুলো পড়ে গেলে কমন পাবেন এবং গ বিভাগের কিছু প্রশ্নের নিচে উল্লেখ করা হলো যেগুলো পড়ে গেলে নিশ্চয়ই কমোন পাবেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক শর্ট সাজেশন সমূহ এবং প্রশ্ন সমূহ বিস্তারিত নিচে দেখুন।
ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র শর্ট সাজেশন
এখানে এখন আমরা জানবো ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র শর্ট সাজেশন সম্পর্কে ক বিভাগের সাজেশন এখানে উল্লেখ করা হলো যা ১০০% কমন পাবেন যেমন।
১) দুটি বাগান কৃষির নাম লেখ
উত্তর: দুটি বাগান কৃষির নাম হলো জুম চাষ ও ছাদ কৃষি
২) মিশ্র কৃষি কি
উত্তর: বাণিজ্যক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করায় মিশ্র কৃষি
৩) একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখ
উত্তর: একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম হল যে ডব্লিউ আলেকজান্ডার
৪) অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম লেখ
উত্তর: অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম হল বিষয়নুক পদ্ধতি ও আঞ্চলিক পদ্ধতি
৫) অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ
উত্তর: অর্থনৈতিক ভূগোল মানুষের অর্থনৈতিক ক্রিয়া কলা এবং এর সাথে প্রকৃতির পরিবেশের সম্পর্কে আলোচনা করে
৬) অর্থনৈতিক ভূগোলের মূল উপাদান গুলো কি
উত্তর: অর্থনৈতিক ভূগোলের মূল উপাদান গুলো হল মানুষ পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকান্ড
৭) পাট চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড
উত্তর: পাট চাষ কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড
৮) মৎস্য চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকান্ড
উত্তর: মৎস্য চাষ কৃষিভিত্তিক ধরনের অর্থনৈতিক কর্মকান্ড
৯) নিবিড় কৃষি কি
উত্তর: অল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক উৎপাদনের জন্য যে কৃষি কাজ করা হয় তাই নিবিড় কৃষি
১০) প্রশাসনিক সেবা বলতে কি বুঝায়
উত্তর: প্রশাসনিক সেবা বলতে সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সেবা কে বুঝায়
১১) প্রাকৃতিক গ্যাস কি
উত্তর: যে স্বাভাবিক গ্যাস তেল খনি হতে নির্গত হয় তাই প্রাকৃতিক গ্যাস
১২) কোন দেশকে ধীবরের দেশ বলা হয়
উত্তর: নরওয়েকে ধীবরের দেশ বলা হয়
১৩) শিল্প কি
উত্তর: প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত দ্রব্যদের রূপ ও গুণ আকার আকৃতি প্রভৃতি পরিবর্তন করে উপযোগ বৃদ্ধি করাকেই শিল্প বলে
১৪) সাদা স্বর্ণ কি
উত্তর: সাদা স্বর্ণ হচ্ছে স্বর্ণের সাথে অন্তত একটি সাদা ধাতুর নিকেল বা প্যালাডিয়াম সংকর মিশ্রণ
১৫) বাংলাদেশের দুটি গ্যাস ক্ষেত্রের নাম লিখ
উত্তর: বাংলাদেশের দুটি গ্যাসক্ষেত্রের নাম হল তিতাস গ্যাস ক্ষেত্র এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্র
১৬) কোন অঞ্চলকে পৃথিবীর রুটির রুলি বালা হয়
উত্তর: উত্তর আমেরিকার বসন্তকালীন গম বলয় অর্থাৎ কানাডা উত্তর আমেরিকার প্রেরী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়
১৭) পশ্চাদ ভূমি কাকে বলে
উত্তর: যে অঞ্চল বন্দরের মাধ্যমে রপ্তানি যোগ্য দ্রব্যাদি বিদেশে রপ্তানি করা হয় এবং আমদানি কৃত দ্রব্যটি ব্যবহার এবং ভোগ করা হয় তাকে উক্ত বন্দরের পশ্চাৎ ভূমি বলে
১৮) পরিবহন পথ গুলোর নাম লেখ
উত্তর: পরিবহন পথগুলোর নাম হল জলপথ স্থল পথ ও আকাশ পথ
১৯) বিশ্ববাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায়
উত্তর: বিশ্ব বাণিজ্য সংগঠনের সদর দপ্তর সুইজারল্যান্ড এর রাজধানী জেনেভায়
২০) জাতীয় আয় কি
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরের দেশের সব উৎপাদনের উপকরণের দ্বারা যে পরিমাণ বাস্তবত অবস্তগত দ্রব্য এবং সামগ্রী উপাধিত হয় তার চলতি বাজার মূল্য কি জাতীয় আয় বলে
২১) ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকান্ড
উত্তর: ইন্টারনেট সেবা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড
২২) অর্থনৈতিক বিকাশের সূচক কি
উত্তর: ব্যবসা-বাণিজ্য পরিবহন ব্যবস্থা খনিজ সম্পদ এইসবই অর্থনৈতিক বিকাশের সূচক
২৩) ভ্যাট কি
উত্তর: ভ্যাট অর্থ ভেলু এডেড ট্যাক্স মূল্য সংযোজন কর
২৪) মানবসম্পদ কি
উত্তর: দক্ষতা সম্পন্ন মানুষই হলো মানবসম্পদ
২৫) মাথা পিছু আয় কাকে বলে
উত্তর: জনগণের সর্বমোট ব্যক্তিগত আই কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে আই পাওয়া যায় তাকেই মাথাপিছু আয় বলে
২৬) তিনজন অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখ
উত্তর: অধ্যাপক মিলার যে ম্যাক ফরলেন অধ্যাপক কলবি
২৭) ভূগোলের সাথে অর্থনীতির সম্পর্ক কি
উত্তর: ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান অপরদিকে অর্থনীতি মানুষের বিজ্ঞান
২৮) অর্থনৈতিক দেশ বা স্থান পরিবর্তনশীল কিনা
উত্তর: অর্থনৈতিক দেশ বা স্থান পরিবর্তনশীল
২৯) অর্থ কি
উত্তর: অর্থ হলো এমন একটি দ্রব্য যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকল মানুষ গ্রহণ করতে ইচ্ছুক এবং যা দ্বারা সব ধরনের দেনা পাওনা হিসাব সম্পন্ন হয়
৩০) অঞ্চল কি
উত্তর: বিশেষ গনাবলী বৈশিষ্ট্য সম্পন্ন বিশেষ আয়তনের একটি ভৌগোলিক এলাকা হচ্ছে অঞ্চল
ইতিমধ্যে আমরা কিছু শর্ট সাজেশন সম্পর্কে এখানে উল্লেখ করলাম যা খুব সহজেই জেনে নিতে পারেন এই ত্রিশটা সাজেশন আপনার খুব কাজে দিতে পারে যেমন কমন আসতে পারে ১০০%।
ভূগোল ও পরিবেশ খ বিভাগ
খ বিভাগের যে প্রশ্নগুলো ১০০% কমন পাবেন তা নিচে উল্লেখ করা হলো এ প্রশ্নগুলো পড়ে গেলে ১০০% কমন পেতে পারে যেমন।
- পৃথিবীর খনিজ তেল বলয় গুলোর নাম লেখ
- কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ উল্লেখ কর
- অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য মধ্য পার্থক্য লেখ
- অর্থনৈতিক ভূগোলের গুরুত্ব লেখ
- গম চাষের অনুকূল ভৌগোলিক
- শিল্পের স্থানীয়করণের নিয়ম গুলো আলোচনা কর
- অর্থনৈতিক কর্মকান্ড কি অর্থনৈতিক কর্মকান্ডের বৈশিষ্ট্য সমূহ লিখ
- সেবা খাত কি সেবা খাতের প্রয়োজনীয়তা লেখ
- বাংলাদেশে চা চাষের নিয়ম সমূহ আলোচনা কর
- অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনশীল ধারণা সমূহ আলোচনা কর
ভূগোল ও পরিবেশ গ বিভাগ
আগের যেই প্রশ্নগুলো কমন পেতে পারেন এখানে তা উল্লেখ করা হলো এ প্রশ্নগুলো একটু দেখলেই কমন পাবেন এবং বানিয়ে লিখতে পারবেন যেমন।
- মাথাপিছু আয় বৃদ্ধির উপায় সমূহ লেখ মধ্যপ্রাচর খনিজ তেলের উৎপাদন ও বন্টন আলোচনা কর
- পৃথিবীর প্রধান প্রধান সমুদ্রপথ গুলোর নাম লিখ সুয়েজ খাল পথের বিবরণ দাও
- কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ কর স্বয়ং ভোগী কৃষি ও বাণিজ্য কৃষির বিবরণ দাও
- অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও এবং এর বিষয়বস্তু আলোচনা কর
- মন ভোগী ও বাগান কিসের মধ্যপার্থক লেখক ভারত অথবা যুক্তরাষ্ট্রের কার্পাস ধরন শিল্পের বিবরণ দাও
- ধান অথবা পাট চাষের অনুকূল নিয়ম উল্লেখপূর্বক উৎপাদন বিশ্ব বন্টন ও বাণিজ্য আলোচনা কর
- জাতীয় আয় কি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা কর
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তৈরি পোশাক শিল্পের ভূমিকা মূল্যায়ন কর
লেখকের শেষ কথা
এখানে আজকে উল্লেখ করা হলো ডিগ্রী এখন বর্ষের ভূগোল ও পরিবেশের দ্বিতীয় পত্রের সাজেশন ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এ তিনটি বিভাগেরই প্রশ্ন উল্লেখ করা হলো ক বিভাগের উত্তর সহ এখানে উল্লেখ করা হলো যা পড়ার মাধ্যমে ১০০% কমন পেতে পারেন কারন আমরা সঠিক তথ্য দিয়ে
পাঠকদের পাশে থাকার চেষ্টা করে থাকি তাই আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য নিশ্চয়ই উপকৃত হবেন এবং কোন ভুল ত্রুটি পেলে আমার চোখে দেখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url