নামাজ পড়ার নিয়ম ও সূরা
নামাজ পড়ার নিয়ম ও সূরা সমূহ আমরা এখনো অনেকেই আছি যারা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানি না কিন্তু প্রতিটা মুসলমানের একটা ইসলামিক দায়িত্ব হলো নামাজের নিয়ম সমূহ জানা এবং সুরা সমূহ জানা কারণ নামাজ হলো প্রতিটা মুসলমানের জন্য ফরজ।
তাই আমাদেরকে নামাজের নিয়ম এবং নিয়মিত নামাজ পড়তে হবে এবং অন্যদের পড়ার জন্য আহবান করতে হবে এবং নামাজের জন্য সূরা সমূহ মুখস্ত করতে হবে বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে নিচে উল্লেখ করা হলো।
ভূমিকা
আজকে আমরা জানবো নামাজ পড়ার নিয়ম ও সূরা সমূহ আরো জানব পুরুষের নামাজ পড়ার নিয়ম এবং মেয়েদের নামাজ পড়ার নিয়ম এবং ফরজ নামাজ পড়ার নিয়ম সুন্নত নামাজ পড়ার নিয়ম এবং নফল নামাজ পড়ার নিয়ম এক কথায় বলা যায় নামাজ সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে মূলত আর্টিকেল
তৈরি করলাম তাই আপনি যদি মুসলিম এবং নামাজী হয়ে থাকেন এই পোস্টটি আপনার জন্য তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক নামাজ সম্পর্কিত এ টু জেড তথ্য সম্পর্কে জানতে বিস্তারিত নিচে দেখুন।
পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত
আমরা অনেকেই আছি যারা পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত হয়ে থাকে তাই জানিনা আবার কেউ কেউ জানি কিন্তু সেই নামাজ পড়ি না তাই আজকে আমরা জানবো পাঁচ ওয়াক্ত নামাজের কত রাকাত সালাত আদায় করতে হয় যেমন পাঁচ ওয়াক্ত নামাজের মোট 17 রাকাত ফরজ এবং 12 রাকাত সুন্নত রয়েছে যেমন বিস্তারিত নিচে দেখুন।
ফজর: ফজরের নামাজ চার রাকাত প্রথমে যেমন দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা এরপরে দুই রাকাত ফরজ মোট ফজরের নামাজ ৪ রাকাত।
যোহর: যোহরের মোট ১২ রাকাত এটা পড়ার নিয়ম হলো প্রথমে চার রাকাত সুন্নাত এরপরে চার রাকাত ফরজ এবং পড়ে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল।
আসর: আসরের নামাজ মোট প্রথমে চার রাকাত সুন্নত এরপরে চার রাকাত ফরজ।
মাগরিব: মাগরিবের নামাজ মোট ৭ রাকাত প্রথমে তিন রাকাত ফরজ এরপরে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল।
এশা: এশার নামাজ ১৫ রাকাত পড়লেও হবে ১৭ রাকাত পড়লেও হবে এটা পড়ার নিয়ম হলো প্রথমে চার রাকাত সুন্নত এরপরে চার রাকাত ফরজ এরপরে আবার দুই রাকাত সুন্নত এরপরে বিতরের নামাজ তিন রাকাত এর পরে দুই রাকাত বসে আদায় করতে হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বেতরের পর বসে নামাজ আদায় করতেন দুই রাকাত এবং যারা ১৭ রাকাত পড়বেন তাদের ক্ষেত্রে আরও দুই রাকাত নফল বিতরের আগে পড়ে নিবেন।
নামাজ পড়ার নিয়ম ও সূরা
আজকে আমরা জানতে চলেছি নামাজ পড়ার নিয়ম এবং সূরা সমূহ সম্পর্কে এগুলো মূলত প্রতিটা মুসলমানের জন্য বাধ্যতামূলক তাই আমাদেরকে জানতেই হবে নামাজ পড়ার নিয়মসমূহ এবং সূরা সমূহ তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক নামাজ পড়ার এ টু জেড তথ্য সম্পর্কে জানতে বিস্তারিত নিচে দেখুন।
নামাজ পড়ার নিয়ম
সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে একামতের পর পাঠ করতে হয় জায়নামাজে দাঁড়ানোর দোয়া এর পরে নিয়ত করতে হয় এরপরে সোনা পাঠ করতে হয় সানার পরে পাঠ করতে হয় তাআ উজ এরপরে তাসমিয়া পাঠ করতে হয় এরপরে সূরা ফাতিহা পাঠ করতে হয় এবং কুরআনের যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হয় নামাজ এর পরে রুকুতে যেতে হয়
আরো পড়ুন: ঈদুল আযহার নামাজ সম্পর্কে জানতে
এবং রুকুর তাসবীহ পাঠ করতে হয় রুকু থেকে উঠে তাসমি পাঠ করতে হয় এবং তাহমিদ পাঠ করতে হয় এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করতে হয় এবং দুই সেজদার মাঝখানে পাঠ করতে হয় আল্লাহ মাগফিরলে ওয়ারহামনে ওয়ার যুক্কুনি এভাবে এক রাকাত নামাজ হয়ে গেল দ্বিতীয় রাকাতে গিয়ে বৈঠকে পাঠ করতে হয়
তাশাহুদ দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা যদি ফরজ নামাজ দুই রাকাত হয় তবে এটা প্রযোজ্য আর যদি তিন রাকাত অথবা চার রাকাত হয় তাহলে দুই রাকাতে শুধু তাশাহুদ অথবা আত্তাহিয়াতু পাঠ করে উঠে যেতে হবে এবং শেষের রাকাতে এগুলো পাঠ করতে হবে।
নামাজ পড়ার সূরা সমূহ
আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজে সুরা ব্যবহার করতে হয় বা কেরাত ব্যবহার করতে হয়। এই সূরা না জানা থাকলে আমাদের নামাজ সম্পন্ন হবে না তাই চলুন জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজের সূরা বিস্তারিত নিচে দেওয়া হল।
সফর অবস্থায়: সফর অবস্থায় বলতে বোঝানো হয় আপনি যদি কোথাও ঘুরতে যান বা গাড়িতে সফর করেন সেই অবস্থাতেও নামাজ পড়া হয় নামাজ পড়ায় লাগবে কারণ মুসলমানের জন্য নামাজ ফরজ করে দিয়েছে তো সফরের সময় নামাজ পড়ার জন্য যে সূরা পাঠ করতে হবে তা হলো সূরা ফাতিহা এবং তার সঙ্গে যে কোন সূরা মিলিয়ে পাঠ করলেই হবে।
ফজর ও জহর: ফজরের জহর বলতে খুব সকালও না এবং খুব রাত ওনা এই সময়টাকে বলা হচ্ছে ফজর এবং ফজরের পর সকাল হয়ে দুপুরবেলায় যে সময়টা সে সময়কে বলা হয় জোহর ফজরের জোহরের নামাজে যে সকল সূরা পাঠ করতে হবে তাহলো সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সম্পূর্ণ সূরা পাঠ করার চেষ্টা করবেন না জানলে যে কোন সূরা দিয়ে নামাজ পড়তে পারেন।
আসর ও এশা: আসরের নামাজ বলতে বোঝানো হয় দুপুরেরটাকে জোহর বলা হয় জোহরের পরে বিকালবেলাতে যে আযানটি হয় সেই সময়টাকে আসল বলা হয় এবং এসব বলা হয় মাগরিবের পর শেষ নামাজের সময় কে মানে সন্ধ্যার পর পর যে এশার আজান হয় সে সময় নামাজে যে সকল সূরা পাঠ করতে হয় তাহলো তারিক থেকে সুরা বাইনাহ না জানলে যে কোন সূরা পাঠ করতে পারেন।
মাগরিবের সময়: এবং মাগরিবের নামাজের সময় যেটি পাঠ করতে হবে তা হল আগে জেনে নিন মাগরিব কোনটাকে বলা হয় মাগরিব বলা হয় সন্ধ্যার সময় যে আযানটি দেয় সেই সময়টিকে মাগরিব বলা হয় রাত্রেও না এবং বিকালেও নাই দুইটার মাঝামাঝি সন্ধ্যা মাগরিবের নামাজের সূরা গুলো হলো সূরা যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত পাঠ করতে হবে।
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ও দোয়া
নামাজ হলো ইসলাম ধর্মের একটি প্রধানী ইবাদত নামাজকে এক কথায় বলা হয় বেহেস্তের চাবি কারণ জান্নাতে যেতে হলে নামাজ সর্বপ্রথমে উচ্চ স্থানের মর্যাদা দেওয়া হয়েছে এই নামাজকে পাঁচ ওয়াক্তে বিভক্ত করেছে পাঁচটি ওয়াক্ত জামাতের সঙ্গে যে মরার আগ পর্যন্ত কন্টিনিউ করে যেতে পারবে। তার
জন্য জান্নাত নসিব হবে একেবারে সহজে শুধু নামাজ পড়লেই হবে না নামাজের কিছু নিয়ম গুলো মেনে চলতে হবে এবং সুদ ঘুষ খাওয়া যাবে না শুধু ঘুষ খেলে নামাজ হবে না তো চলুন জেনে নেওয়া যাক নামাজের নিয়ত ও দোয়া সমূহ বিস্তারিত নিচে দেওয়া হল।
ফজরের নামাজের নিয়ত: দুই রাকাত ফজরের নামাজের নিয়ত গুলা {নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি ফারজুল্লাহ-হি তয়ালা মুতাওয়াজিহান ইলাজিহাতিল কাবাতিস শারীফাতি আল্লাহু আকবার।
জোহর নামাজের নিয়ত: যোহরের চার রাকাত ফরজ নামাজের {নিয়তনাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা হি তাআলা রাকয়াতাই সালাতিজ জোহরি ফারজুল্লাহি তয়ালা মুতাওয়াজিহান ইলাজিহাতিল কাবাতিস শারীফাতি আল্লাহু আকবার।
আসর নামাজের নিয়ত: আসরের চার রাকাত নামাজের নিয়ত সমূহ দেওয়া হল {নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা হি তাআলা রাকয়াতাই সালাতিল আছরি ফারজুল্লাহ-হি তয়ালা মুতাওয়াজিহান ইলাজিহাতিল কাবাতিস শারীফাতি আল্লাহু আকবার।
মাগরিব নামাজের নিয়ত: মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত সমূহ{নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা হি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিব ফারজুল্লাহ-হি তয়ালা মুতাওয়াজিহান ইলাজিহাতিল কাবাতিস শারীফাতি আল্লাহু আকবার।
এশার নামাজের নিয়ত: এশার ফরজ চার রাকাত নামাজের নিয়ত সমূহ {নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা হি তাআলা রাকয়াতাই সালাতিল এশা ফারজুল্লাহ-হি তয়ালা মুতাওয়াজিহান ইলাজিহাতিল কাবাতিস শারীফাতি আল্লাহু আকবার।
সর্বশেষ কথা
আমরা আজকে জেনেছি নামাজ পড়ার নিয়ম ও সূরা সম্পর্কে আরো জেনেছি নামাজ পড়ার নিয়ত সম্পর্কে এক কথায় বলা যায় নামাজ সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পেরেছি আমরা এই পোস্টের মাধ্যমে তাই আপনি যদি নামাজ সম্পর্কে জানতে চান আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য তাহলে নিশ্চয়ই নামাজ সম্পর্কে এটুজেট তথ্য জানতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url