আত্তাহিয়াতু ও দরুদ শরীফ
আজকে আমরা জানবো নামাজে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ার নিয়ম সম্পর্কে আরো জানবো দরুদ শরীফ সহি শুদ্ধভাবে পড়ার নিয়ম অনেকেই বলেন যে আত্তাহিয়াতু ছাড়া বেতের নামাজ হয়না।
তাই এটা কতটুকু সত্য সে সম্পর্কে আমরা জানবো এবং কখন কোন সময় কিভাবে তাশাহুদ পাঠ করতে হয় এবং দরুদ শরীফ কখন পাঠ করতে হয় সে সম্পর্কে জানব এ সকল তথ্য জানতে বিস্তারিত নিজে দেখুন।
ভূমিকা
আজকে আমরা জানতে চলেছি আত্তাহিয়াতু এবং তাশাহুদ ও দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা কিভাবে কখন পাঠ করতে হয় এবং আরো জানব শাহাদাত আঙ্গুল কখনো উঠাতে হয় এবং শাহাদাত আঙ্গুল কিসের জন্য উঠানো হয় সে সম্পর্কে জানব এক কথায় বলা যায় নামাজের কিছু অংশ এবং কিছু আয়াত সম্পর্কে জানবো
তাই আপনি যদি তাশাহুদ এবং দরুদ শরীফ সম্পর্কে জানতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পড়ার চেষ্টা করুন তাহলে নিশ্চয়ই সঠিক তথ্য জানতে পারবেন আরো তথ্য জানতে বিস্তারিত নিচে দেখুন।
তাশাহুদ কখন পড়তে হয়
তাশাহুদ কখন পড়তে হয় তাশাহুদ মূলত পাঠ করতে হয় নামাজের বৈঠকে দুই দুই রাকাতের মাঝখানে বৈঠক হয় সেই বৈঠকে সর্বপ্রথম তাশাহুদ বা আত্তাহিয়াত পাঠ করতে হয় এরপরে দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা এই তিনটি পাঠ করে সালাম ফেরাতে হয় এবং প্রথম দুই রাকাতের পর যদি আবার
নামাজ থাকে তাহলে শুধু আত্তাহিয়াতু বা তাশাহুদ পাঠ করলে তারপরে উঠে যেতে হয় এবং শেষের রাকাতে সালাম ফিরানোর সময় এই তিনটি সিরিয়াল ভাই সিরিয়াল পাঠ করে তারপরে সালাম ফেরত হয় এগুলো বাংলায় উচ্চারণ সহ বিস্তারিত নিচে দেখুন।
আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবীয়ুয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'।
তাশাহুদ এর অনুবাদ
যান এবং মাল সর্বপ্রকার ইবাদতই আল্লাহর জন্য হে পয়গম্বর আপনার উপর আল্লাহর কৃপা বরকত এবং শান্তি বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর অন্যবান বান্দাগণের ওপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তা'আলা ব্যতীত কোন উপাস্য নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল।
দরুদ শরীফ বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদী ওয়া আলা আলি মুহাম্মাদিন কামাস আল্লাই তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।
দরুদ শরীফ এর অনুবাদ
হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার বংশধরনের ওপর ওইরুপ নাকি দান করো যে রূপ হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এবং তাহার বংশধর গণের উপর অবতীর্ণ করেছিলেন নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।
আরো পড়ুন: শবে বরাতের ফজিলত ও আমল সম্পর্কে জানতে
হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এবং তাহার বংশধরনের ওপর সেই রূপ অনুগ্রহ করে যে রূপ অনুগ্রহ ইব্রাহিম আলাই সাল্লাম এবং তাহার বংশধর গণের ওপর করেছিলেন নিশ্চয়ই তুমি প্রশংসাভাজন এবং মহামহীন।
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছীরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা । ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
দোয়া মাসুরা এর অনুবাদ
হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা কখন পাঠ করতে হয়
এই সূরা গুলো দুই দুই রাকাত করে নামাজ পড়ার পর শেষ রাকাতে গিয়ে পাঠ করতে হয় প্রথমে আত্তাহিয়াতু এর পরে দরুদ শরীফ তারপরে দোয়ায়ে মাসুরা দিয়ে সালাম ফেরাতে হয় আর যদি বৈঠকে দুই রাকাত পড়ে উঠতে হয় চার রাকাতের জন্য তাহলে দুই রাকাত নামাজ পড়ে বৈঠকে শুধু
আত্তাহিয়াতু পাঠ করলেই হয় এরপরে চতুর্থ রাকাতে গিয়ে এই তিনটি একত্রে পাঠ করে তারপরে সালাম ফেরাতে হয়।
সর্বশেষ কথা
আমরা ইতিমধ্যে জেনেছি দরুদ শরীফ আত্তাহিয়াতু দোয়ায়ে মাসুরা এই তিনটি সূরা নিয়ে এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে বাংলা উচ্চারণ এবং এর অনুবাদ সহ এ টু জেড তথ্য জানতে পারবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই উপকৃত হবেন এই তিনটি সূরা সম্পর্কে জানতে সম্পন্ন
আর্টিকেলটি পড়ার চেষ্টা করুন তাহলে এ টু জেড তথ্য জানতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url