দোয়া কুনুত বাংলা অর্থসহ

আমরা জানব দোয়া কনুত সম্পর্কিত এ টু জেড তথ্য যেমন বাংলাতে এবং তার অর্থসহ জানব এবং দোয়া কুনুত এর কাজ কি আমরা অনেকেই জানিনা সেই সম্পর্কেই আমরা আজকে জানবো।
দোয়া কুনুত বাংলা অর্থসহ
বেতের নামাজে মূলত দোয়া কুনুত ব্যবহার করে থাকি অনেকেই এর ব্যবহার জানে না তাই যত দ্রুত পারেন এর ব্যবহার এবং বাংলা মুখস্ত করে নিতে হবে বিস্তারিত নিচে দেখুন।

ভূমিকা

দোয়া কুনুত বাংলা অর্থসহ আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো আরো জানবো বিতর নামাজের দোয়া না পড়লে কি পড়তে হয় এবং দোয়ায়ে কুনুত কখন পড়তে হয় বেতার নামে যে দোয়া কুনুত কখন করতে হয় এবং দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক এরকম যাদের প্রশ্ন তাদের জন্য এই পোস্টটি অনেক মূল্যবান কারণ


দোয়া কুনুত সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে মূলত এই আর্টিকেলটি তৈরি করা হলো তাই আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য তাহলে দোয়া কুনুত সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পারবেন আরো জানতে বিস্তারিত নিচে দেখুন।

দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক

দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক এর মানে দাঁড়ালো আপনি বলতে চাইছেন দোয়া কুনুত না পড়লে কি নামাজ হয় নিশ্চয়ই হবে এটা নিয়ে কোন সন্দেহ নাই তবে নামাজ পড়লে দোয়া কুনুত পাঠ করা উচিত না বললেও কোন সমস্যা হবে না একেবারে বাধ্যতামূলক না তবে মুখস্ত করে নেওয়া উচিত অনেকের


মুখেই আমরা শুনি যে বেতরের নামাজ দোয়া কুনুত ছাড়া কখনোই করা কমপ্লিট হয় না দোয়া কুনুত মাস্ট বি প্রয়োজন কিন্তু এমনটা কখনোই না কারণ দোয়া কোন ছাড়াও নামাজ হবে তবে মুখস্ত করাটা সবচাইতে ভালো হবে কারণ যে নামাজে যে সূরা সেটা পাঠ করাই উত্তম।

দোয়া কুনুত বাংলা অর্থসহ

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক্।

দোয়া কুনুত এর অর্থ

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং


তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

দোয়া কুনুত আরবি এবং অর্থসহ

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

বাংলা অর্থ

হে আল্লাহ আমরা তোমার সাহায্য চাই। তোমার নিকট ক্ষমা চাই, তোমার প্রতি ঈমান রাখি, তোমার ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই

সিজদাহ করি। আমরা তোমারই দিকে এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

দোয়ায়ে কুনুত কখন পড়তে হয়

দোয়া কুনুত কখন করতে হয় এমনটা অনেকের ই হয়তো বা জানা নেই কারণ তো এখনো সম্পর্কে কারো কারো ধারণা আছে কারো কারো নয় তো চলুন জেনে নেওয়া দোয়া কুনুত কখন পড়তে হয় দোয়া কনুত মূলত এশার নামাজে সর্বশেষ তিন আয়াতে শেষ আয়াতে পাঠ করতে হয় সূরা ফাতিহার সঙ্গে যে কোন একটি সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে


দোয়া কুনুত পাঠ করতে হয় এটাকে বলা হয় বেতের নামাজ বেতরের নামাজ মূলত দোয়া কুনুত দিয়ে পড়তে হয় অনেকের প্রশ্ন জাগে দোয়া কুনুত ছাড়া বেতরের নামাজ হয় না তাই অনেকে পড়ে না কিন্তু এমনটা না নামাজ ঠিকই হবে দোয়া কুনুত না জানলে অন্য সূরা দিয়ে পড়তে পারেন যেমন বিস্তারিত নিচে দেখুন।

দোয়া কনুত না জানলে যা করবেন

অনেকেই আছে যারা দোয়া জানে না তাদের জন্য করনীয় কি চলন জেনে নেওয়া যাক তাদের জন্য কোরআনের একটি আয়াত আছে দোয়া কুনুত না জানলে এই আয়াতটি পাঠ করতে হয় তবে যত দ্রুত পারেন দোয়া করবেন মুখস্ত করে নেবেন না জানলে যে আয়াতটি পাঠ করবেন তা বিস্তারিত নিচে দেওয়া হল।

কোরআনের একটি দোয়া

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা আজাবান নার।

এর অর্থ: হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।

সর্বশেষ কথা

আমরা ইতিমধ্যে দোয়া কর বাংলা অর্থসহ দোয়া কুনুত না জানলে কি করণীয় সে সম্পর্কে জেনেছি এক কথায় বলা যায় দোয়া কোন সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়েই মূলত আর্টিকেলটি তৈরি করা তাই আপনি যদি দোয়া কোন সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি অনেক মূল্যবান প্রথম থেকে শেষ পর্যন্ত

সম্পূর্ণ পোস্টটি পড়ার চেষ্টা করুন তাহলেই দোয়া কুনত ুত সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url