ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন

আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ডিগ্রীর প্রথম বর্ষের সাজেশন সম্পর্কে জানবো আপনি যদি ডিগ্রী পরীক্ষার্থী হয়ে থাকেন তবে এ পোস্টটি আপনার জন্য অনেক মূল্যবান।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন
কারণ আমরা এই পোস্টের মাধ্যমে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন এবং কিছু নৈর্ব্যক্তিকমূলক প্রশ্ন উল্লেখ করলাম যা আপনাদের অনেক কাজে দেবে কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক।

ভূমিকা: ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন সম্পর্কে জেনে নিন

আজকে আমরা জানতে চলেছি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতির দ্বিতীয় পত্র ডিগ্রি প্রথম বর্ষের শর্ট সাজেশন সম্পর্কে শুধু প্রথম বর্ষের নয় এটা দ্বিতীয় তৃতীয়তেও কমন আসতে পারে তাই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন ১০০% কমন পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে যে


শর্ট সাজেশন গুলো পড়ে রাখলে কমন পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি অনেক না পড়েও কমন পেতে পারেন এই প্রশ্ন এবং উত্তর গুলো করার মাধ্যমে বিস্তারিত নিচে উল্লেখ করা হলো দেখে নিন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন

ইসলামের ইতিহাস এবং সাংস্কৃতি দ্বিতীয় পত্রের কিছু শর্ট সাজেশন এখানে উল্লেখ করা হলো যেসব সাজেশন গুলো দ্বিতীয় পত্রের ১০০% কমন আসতে পারে বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

১)আরবদের দার্শনিক বলা হয় কাকে
উত্তর: আল কিনদিকে আরব দেব দার্শনিক বলা হয়

২) আল মনসুর শব্দের অর্থ কি
উত্তর: আল মনসুর শব্দের অর্থ বিজয়ী

৩) খলিফা হারুন আর রশিদের পারসিক স্ত্রীর নাম কি
উত্তর: মারাজিল

৪) আরবিয়া জোয়ান অব আর্ক কাকে বলে
উত্তর: ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে

৫) আরবদের নীরা বলা হয় কাকে
উত্তর: আব্বাসীয় খলিফা আল মোতাওয়াকিলকে আরবদের নীর বলা হয়

৬) মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল
উত্তর: খলিফা আল মামুনের

৭) পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন
উত্তর: হাসান বিন সাবাহ

৮) আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে
উত্তর: আবুল আব্বাস আজ সাফফাহ

৯) বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন
উত্তর: আবু জাফর আল মনসুর

১০) আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল
উত্তর: আব্বাসীয় খেলাফতের প্রথম রাজধানী ছিল কুফা নগরী

১১) কে কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন
উত্তর: খলিফা আল মান 800 সালে প্রতিষ্ঠা করেন

১২) হাম্ভলি মাযহাবের প্রতিষ্ঠাতা কে
উত্তর: আহমদ বিন হাম্বাল

১৩) বার্মা কি শব্দের অর্থ কি
উত্তর: বার্মা কি শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।

১৪) জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন
উত্তর: জেরুজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা ইসলাম ইহুদি ও খ্রিস্টান তিনটি স্থান একত্রে হাওয়াতে জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়

১৫) শান বাদ কে ছিল
উত্তর: মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন

১৬) নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত
উত্তর: নিজামী মাদ্রাসা বাগদাদে অবস্থিত

১৭) নাইসি ফরাস কে ছিলেন
উত্তর: নাইসি ফরাস ছিলেন রোমান সম্রাট

১৮) সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে
উত্তর: নসর ইবনে আহমদ

১৯) ক্রসেড শব্দের অর্থ কি
উত্তর: ধর্মযুদ্ধ


২০) আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে
উত্তর: আবু জাফর আল মনসুর

২১) মানারা আল মালবিয়া কি
উত্তর: পেঁচানো মিনার

২২) আরব্য রজনী কে সংকলন করেন
উত্তর: খলিফা হারুনুর রশিদ সংকলন করেন

২৩) আবুল মুসলিম কে ছিলেন
উত্তর: আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি

২৪) খলিফা আল মামুনের উজিরের নাম কি
উত্তর: ফজল ইবনে রাব্বি

২৫) খলিফা হারুন অর রশিদের সমসামগ্রিক চীনা সম্রাট কে ছিলেন
উত্তর: ফাগফু

২৬) সিয়া সাতনামা গ্রন্থের লেখক কে
উত্তর: নিজামুল মূলক

২৭) আসাফফাহ শব্দের অর্থ কি
উত্তর: রক্ত পিপাসা

২৮) আতাবেগ কার উপাধি ছিল
উত্তর: নিজামুল মূলকের

২৯) আরব্য রজনীর নায়ক কে
উত্তর) খলিফা হারুন অর রশিদ

৩০) আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল
উত্তর: ৭৫০ খ্রিস্টাব্দে

৩১) কে বাগদাদে রাজধানী স্থাপন করেন
উত্তর: আবু জাফর আল ফজল

৩২) যাকাত শব্দের অর্থ কি
উত্তর: যাকাত শব্দের অর্থ বৃদ্ধ

৩৩) আব্বাসীয় খলিফা মোট কতজন ছিলেন
উত্তর: আব্বাসীয় খলিফা মোট ৩৭ জন ছিলেন

এখানে আমরা ইতিমধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন সম্পর্কে জানলাম এবার কিছু খাব বিভাগের প্রশ্ন সমূহ জেনে নিন বিস্তারিত নিতে উল্লেখ করা হলো।

খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন

বিভাগের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উল্লেখ করা হলো যেগুলো বই দেখে দেখে পড়তে হবে অথবা ফোনে সার্চ দিয়ে দেখতে পারেন এখানে কয়েকটি শর্ট কোশ্চেন নিচে উল্লেখ করা হলো।
  1. নহর ই জুবাইদা সম্পর্কে টীকা লেখ
  2. ইবনে সিনা সম্পর্কে লিখ
  3. আব্বাসীয় বংশের পতনের দুটি প্রধান কারণ লিখ
  4. আব্বাসীয় ও আশারিয়া কারা
  5. মালিক শাহের ওপর একটি টীকা
  6. আলিফ লায়লা লায়লার উপর একটি টীকা লেখ
  7. সিয়া সম্পর্কে কি জানো
  8. মুসলমানদের খোরাসানির পরিচয় দাও
এখানে কয়েকটি খ বিভাগের প্রশ্ন দেওয়া হল এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবেন তবে কিছুটা কমেন্ট পেতে পারেন এখানে যেগুলো উল্লেখ করা হলো এগুলো দ্বিতীয় পেপারের শর্ট কোশ্চেন এগুলো টেস্ট পরীক্ষায় কমন আসবে এবং ফাইনালে আসতে পারে তাই পড়ে রাখবেন এর পাশাপাশি আরও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন।

গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন

গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো একটু বই পড়ার চেষ্টা করবেন তবেই বানিয়ে লিখতে পারবেন কারন গো নাম্বারের গ বিভাগের প্রশ্ন এবং উত্তর কখনোই মুখস্ত রাখা যায় না তাই একটু বই পড়ার মাধ্যমে এগুলো বানিয়ে লিখতে পারেন কয়েকটি প্রশ্ন করলেই সবগুলোর answer বানিয়ে দেওয়া যায়।

সর্বশেষ কথা

আমরা ইতিমধ্যে জেনেছি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতির দ্বিতীয় পত্র ডিগ্রী এখন সাজেশন সম্পর্কে এবং খ বিভাগের সাজেশন এবং গ বিভাগের সাজেশন সম্পর্কে ওপরে উল্লিখিত শর্ট সাজেশন গুলো পড়ার মাধ্যমে অনেকটাই কমন পাবেন কারন আমরা সঠিক তথ্য দিয়ে থাকি এবং পাঠকরা যেন পড়ে

উপকৃত হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে থাকি তাই কোন ভুল ত্রুটি পেলে তোমার চোখে দেখবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url