সূরা ফাতিহা এবং সুরা ইখলাসের বাংলা উচ্চারণ

আমরা জানতে চলেছি নামাজ শিক্ষার কিছু মূল তথ্য এবং সুরা সমূহ যা সম্পূর্ণ পোস্টটি পরার মাধ্যমে এ টু জেড তথ্য জানতে পারবেন বিস্তারিত নিচে দেখুন।
সূরা ফাতিহা এবং সুরা ইখলাসের বাংলা উচ্চারণ
যে সূরা গুলো আমাদের জন্য প্রায় প্রয়োজন প্রতিটি নামাজের জন্য এই সূরা গুলো ব্যবহার করতে পারেন যেমন সূরা ফাতিহা প্রতি নামাজেই ব্যবহার করতে হয় এরকম কিছু মূল্যবান সূরা নিচে উল্লেখ করা হলো।

ভূমিকা: কয়েকটি সূরা সম্পর্কে এটুজেট তথ্য বিস্তারিত জেনে নিন

এখানে জানবো সূরা ফাতিহা সম্পর্কে বাংলা উচ্চারণ এবং অর্থ সূরা ইখলাস এর বাংলা উচ্চারণ এবং অর্থ সূরা ফালাক বাংলা উচ্চারণ অর্থ সূরা নাস সূরা ফীল সুরা কুরাইশ এবং সূরা মাউন কয়েকটি সূরা সমূহ এখানে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে জানতে পারবেন তাই আমি প্রথম


থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ পোস্ট পরার জন্য নিশ্চয়ই উপকৃত হবেন এবং সঠিক তথ্য পাবেন কারণ সব ঠিক তথ্য দিয়ে থাকি আমরা।

সুরা ইখলাসের বাংলা উচ্চারণ

কুল হুওয়াল্লা হু আহাদ আল্লা হুসসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

সূরা ইখলাস এর বাংলা অর্থ

পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে

বলো তিনি আল্লাহ (যিনি) অদ্বিতীয় আল্লাহ সবার নির্ভরস্থল তিনি কাউকে জন্ম দেননি ও তাঁকেও কেউ জন্ম দেয়নি আর তাঁর সমতুল্য কেউ নেই। 

সূরা ফাতিহা বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন আররাহমানির রাহীম মা-লিকী ইয়াউমিদ্দ্বীন ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।

সূরা ফাতিহা এর অর্থ

সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদের চালিত করো সঠিক পথে তাঁদের পথে, যাঁদের তুমি অনুগ্রহ দান করেছ যারা (তোমার) রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি।

সূরা ফালাক বাংলা উচ্চারণ

কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক মিন শাররি মা-খালাক ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

সূরা ফালাক এর অর্থ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা নাস বাংলায় উচ্চারণ


কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন্ নাস ইলাহিন্ নাস মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস মিনা জিন্নাতি ওয়ান্নাস।

সূরা নাসের বাংলা অর্থ

‘বলো, আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে, যে সুযোগ মতো আসে ও সুযোগমতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে।

সূরা ফীল বাংলায় উচ্চারণ

আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা-বিল ফিল আলাম ইয়াজ-আল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবা-বিল তারমি-হিম বিহিজা-রাতিম মিন ছিজ্জিল ফাজাআলাহুম কাআসফিম মা’কুল।

সূরা ফীল এর অর্থ

তুমি কি দেখনি যে, তোমার প্রতিপালক হাতি-ওয়ালাদের সাথে কিরূপ (আচরণ) করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখী পাঠিয়েছিলেন যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল অতঃপর তিনি তাদের চিবানো তৃণ-ঘাসের মতো করে দিয়েছিলেন।

সূরা কুরাইশ এর বাংলা উচ্চারণ

লি-ঈলা-ফি কুরাইশ ঈলা-ফিহিম রিহ-লাতাশ-শিতাই ওয়াস-সাঈফ ফাল-ইয়া-বুদূ-রাব্বা হা-যাল বাঈত আল্লাযী-আতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।

সূরা কুরাইশের বাংলা অর্থ

যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত। অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে (ইয়ামান ও শামে) সফর করতে অভ্যস্ত। তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি হতে তাদেরকে নিরাপদ রেখেছেন। (সূরা কুরাইশ, আয়াত

সূরা মাউন এর বাংলা উচ্চারণ

আরা-আইতাল্লাযী ইউ-কাযযিবু-বিদ্দীন ফাযা-লিকাল্লাযী ইয়া-দু‘উল ইয়াতীম ওয়ালা-ইয়া-হুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন ফাওয়াইঁ-লুলিলল মুসাল্লীন আল্লাযীনা-হুম আন সালা-তিহিমি ছা-হূন আল্লাযীনা হুম ইউরাঊন ওয়া ইয়াম-না‘ঊনাল মা-‘ঊন।

সূরা মাউনের বাংলা অর্থ

তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে অস্বীকার করে? সে তো সে-ই, যে ইয়াতীমকে ধাক্কা দেয়। এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের, যারা তাদের নামাজে গাফলতি করে। যারা মানুষকে দেখায়। এবং অন্যকে মামুলী বস্তু দিতেও অস্বীকার করে

সুরা কাফিরুন বাংলা উচ্চারণ

কুল ইয়াআইয়ুহাল কা-ফিরুন। লাআ‘বুদুমা-তা‘বুদুন ওয়ালাআনতুম ‘আ-বিদুনা মাআ‘বুদ ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম, ওয়ালাআনতুম ‘আ-বিদুনা মাআ‘বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।

সুরা কাফিরুন অর্থ

বলুন, হে কাফেরকুল, আমি এবাদত করি না, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারি নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারি নই, যার এবাদত তোমরা করো তোমরা এবাদতকারি নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য।

সর্বশেষ কথা

আমরা ইতিমধ্যে জেনেছি সূরা ফাতিহা সম্পর্কে সূরা ফালাক সূরা নাস সুরা কাফিরুন সূরা মাউন এক কথায় কয়েকটি সূরা বাংলা উচ্চারণ এবং অর্থসহ জেনেছি আপনি যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক মূল্যবান তাই আমি সাজেস্ট করব প্রথম

থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পোস্টটি পরার জন্য তাহলে অনেক উপকৃত হবেন কারণ নামাজের জন্য যে সূরা গুলো প্রয়োজন তাই এখানে উল্লেখ করা হলো সম্পূর্ণ পড়ার মাধ্যমে উপকৃত হবেন নিশ্চয়ই এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url