মাছের রেনু পোনা চাষ পদ্ধতি - ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি
মাছের রেনুপনা চাষ পদ্ধতি অনেকেরই জানা নাই যেমন 7 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত বড় করে চাষের পুকুরে ছাড়ার পদ্ধতিকেই বলা হয় মাছের রেনু কনা চাষ পদ্ধতি ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি অনেকেরই জানা নেই তাই আজকে আমরা মাছ চাষের এ টু জেড তথ্য জানবো ছোট মাছ থেকে বড় মাছ করা পর্যন্ত কি কি টেকনিক অবলম্বন করতে হবে।
এবং কম খরচে মাছ চাষের টেকনিকগুলো তুলে ধরা হবে কোন মাছ চাষ করলে বেশি লাভ করতে পারবেন সে সম্পর্কেও জানতে পারবেন রেনু অবস্থায় মাছের জীবন চক্র অনেক লাজুক থাকে তাই এদেরকে বিশেষ যত্নে এ রেনু সংগ্রহ করে রাখতে হয়।
ভূমিকা
আজকে আমরা জানতে চলেছি মাছের রেন উপনা চাষ পদ্ধতি সম্পর্কে এবং আরো জানবো ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি সম্পর্কে এবং কোন মাছ চাষের লাভ বেশি হয়ে থাকে সে সম্পর্কেও জানবে আরো জানবো শীতে কোন মাছ চাষে লাভ বেশি এবং গরমে কোন মাছ চাষে লাভ বেশি এক কথায় বলা
আরো পড়ুন: ছাগল মোটা তাজা করার উপায় সম্পর্কে জানতে
যায় পুকুর থেকে মাছ পর্যন্ত এ টু জেড তথ্য সম্পর্কে আমরা জানবো আপনি যদি মাছ সম্পর্কিত তথ্য জানতে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন কারণ সঠিক উপায় আমরাই মাত সম্পর্কিত তথ্য জানানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিস্তারিত নিচে দেখুন।
কোন মাছ চাষে লাভ বেশি
কোন মাছ চাষে লাভ বেশি এই সম্পর্কে যারা নতুন মৎস্য চাষ খামার তৈরি করতে চান তারা হয়তো বা জানেন না তাদের জন্য এই পোস্টটি অনেক মূল্যবান তাই সম্পূর্ণ পোস্টটি পড়ার চেষ্টা করুন সবচাইতে লাভজনক যে মাছগুলো চাষ মাধ্যমে পাওয়া যাবে অধিক পরিমাণের লাভ সেই মাছগুলো হলো নিচে উল্লেখ করা হলো বিস্তারিত নিচে দেখুন।
- তেলাপিয়া মাছ
- চিংড়ি মাছ
- সিলভার কার্প মাছ
- পাঙ্গাস মাছ
- পাবদা মাছ
- রুই মাছ
- কৈ মাছ
- কাতলা মাছ
- টেংরা মাছ
- শিং মাছ
- এবং সইল মাছ
এখানে যে মাছগুলো উল্লেখ করা হলো এই মাছগুলো চাষ করার মাধ্যমে আপনি দ্রুত লাভ করতে পারবেন এবং এই মাছগুলো চাষ করার মাধ্যমে বেশি লাভ করতে পারবেন তাই এই কয়টি মাছের ভেতরে আপনি যে কোন মাছ চাষ করতে পারেন পুকুরে দ্রুত লাভ করতে পারবেন।
মাছের রেনু পোনা চাষ পদ্ধতি
মাছ চাষের জন্য মানসম্মত মাছের রেনু পোনা ভালো মানের সংগ্রহ করতে হবে যেকোনো হ্যাচারি থেকে রেনু পোনা সংগ্রহ করে তা চাষ করার জন্য পুকুরে রেখে 5 থেকে 10 সেন্টিমিটার এবং ৭ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত বড় করে তা পুকুরে ছাড়তে হবে এরকম ভাবে বড় করে পুকুরে ছাড়ার পদ্ধতিকে বলা হয় রেনু পোনা চাষ পদ্ধতি মাছ
আরও পড়ুন: ভেড়া মোটাতাজা করার উপায় সম্পর্কে জানতে
রেনু পোনা অবস্থায় অনেক নাজুক হয়ে থাকে সে কারণে তাদের যত্ন বেশি নেওয়া উচিত রেনু পোনা দুইটি উপায়ে সংগ্রহ করা যায় একটি হলো নদী থেকে এবং দ্বিতীয়টি হল হ্যাচারীর মাধ্যমে রেনু পোনা অনেক নাজুক হওয়ার কারণে এ কে ভালোভাবে যত্ন নিয়ে সাইজ একটু বড় হলে তবেই পুকুরে চাষ করা উচিত এটাকেই মাছের রেনুপনা চাষ পদ্ধতি বলে।
কোন মাছ তাড়াতাড়ি বড় হয়
সবচাইতে তাড়াতাড়ি বড় হয় যে মাছগুলো সেগুলো হল রুই কাতলা সিলভার কার্প মৃগেল এই সকল প্রভৃতির মাছ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং এর মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে থাকে এবং এর মাছগুলোর রোগবালায় কম হয়ে থাকে এবং থাকার জন্য জায়গার কোনো সমস্যা হয় না এবং তল থেকে নিজেই খাবার সংগ্রহ করে খেতে পারে।
ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি
ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি অনেক উপকার কারণ ছোট পুকুরে মাছ চাষ করার জন্য তেমন ইনভেস্ট করা লাগে না এবং অল্প খরচে অনেক লাভ হয়ে থাকে যেমন ছোট পুকুরে জলের গভীরতা কম হওয়ায় ছোট মাছ চাষ করতে হয় যার দাম অনেক কম এবং এই ছোট মাছগুলো খুব সহজেই বাজারজাত করা যায় তাড়াতাড়ি পুকুরের আয়তন কম হওয়ার কারণে
মাছের খাদ্য কম লাগে যা আপনার অনেক খরচ কমিয়ে দিতে সাহায্য করে আপনাকে এমন মাছগুলো চাষ করতে হবে ছোটপুকুরে যা থেকে আপনি অতি দ্রুত একটি লাভের অংক বের করতে পারেন এবং সেই মাছগুলোর মাধ্যমে আপনি লাভবান হতে পারেন এবং ছোট পুকুরে আপনি উপযুক্ত জৈব সার দিয়ে কম খরচে লাভবান চাষ করতে পারবেন।
কম খরচে মাছ চাষ
কম খরচে মাছ চাষ করতে হলে আপনাকে যে টেকনিকগুলো অবলম্বন করে চলতে হবে সে টেকনিক গুলো হলো উপরে উল্লেখ করা হয়েছে কোন মাছ চাষে লাভ বেশি সেখানে লিস্ট আকারে কয়েকটি মাছের নাম আছে সে মাছগুলো চাষ করার মাধ্যমে আপনি কম খরচে মাছ চাষ করতে পারবেন প্লাস
ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি এটার মাধ্যমে আপনি কম খরচে অধিক লাভ করতে পারবেন মাছ চাষ করে এবং কোন মাছ তাড়াতাড়ি বড় হয় এটার মাধ্যমেও আপনি কম খরচে বেশি লাভ করতে পারবেন তাই এই চারটার গুলো পড়ুন কম খরচে মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
শীতে কোন মাছ চাষে লাভ বেশি
শীতে কয়েকটি মাছ চাষ করার মাধ্যমে অধিক লাভ করা যায় সে মাছগুলো হল সাইপ্রিনাস কার্প রুপালি রুই সিলভার কাপ গ্রাস কাপ ঘেসো রুই এই সকল প্রজাতির মাছগুলো শীত মৌসুমে অধিক লাভ দিয়ে থাকে কারণ এ মাছগুলো চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রাতেও খাবার খেয়ে দ্রুত বাড়তে সাহায্য করে থাকে মাছগুলো শুধু একটু সাদে কম
আরও পড়ুন: আকিকা সম্পর্কিত এ টু জেড তথ্য সম্পর্কে জানতে
তবে এর চাহিদা অনেক রয়েছে যা চাষ করলে আপনি অল্প খরচে অধিক লাভ বের করতে পারবেন এটি একাধলক্ষ ডিম ছাড়লে সেখান থেকে সাত থেকে আট হাজার ডিম থেকে বাচ্চা ছাড়বে বাদবাকি মারা যাবে তবুও চাষিরা এ মাছ চাষ করে অনেক লাভবান হতে পারে এবং মাছের মূল খাবার গুলো হলো ধানের গুড়া সরিষার খোল এবং গমের আটা।
গরমে মাছ চাষ করার কিছু সতর্কতা
গরমে মাছ চাষ করতে হলে কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যেমন গরমে অতিরিক্ত রোধ এর কারণে মাছ ভেসে ওঠে কারণ ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি মাছ চাষের জন্য আদর্শ একটি তাপমাত্রা তবে এখন অনেক তাপমাত্রার কারণে পুকুরের পানির তাপমাত্রা বেড়ে যায় এবং মাছগুলো ভেসে যায় মাছ ভেসে ওঠার জন্য
কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেমন ২০০ থেকে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে এটি সকাল বেলা মাছ ভাসলে প্রয়োগ করতে হবে এবং দুপুরে মাছ ভাসলে লবণ প্রয়োগ করতে হবে তাহলে রাসায়নিক সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে এবং সবচাইতে একটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো তার খাবারগুলো কমিয়ে দিতে হবে কারণ
অধিক মাত্রায় খেয়ে নিলে সমস্যা দেখা দেবে বেশি পুকুরের তলের গ্যাস বের করে দিতে হবে অক্সিজেন ঘাটতি দেখা দিলে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে সম্ভব হলে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে ১৫ দিনের মাথায় অথবা এক মাসের দিকে তাহলে যে কোন সমস্যা থেকে মুক্তি
মিলবে এছাড়াও পুকুরে সেচের মাধ্যমে পানির প্রবেশ করাতে পারেন এই টেকনিকগুলো অবলম্বন করলে গরমের মাছ চাষ করে শান্তি পাবেন।
পোনা মাছ চাষ পদ্ধতি
পোনা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে যদি জানতে চান তাহলে মাছের রেনু পোনা চাষ পদ্ধতি এই চ্যাপ্টারটি পড়তে হবে তাহলে আপনি পোনা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন যেমন নদী বা হ্যাচারি থেকে পোনা মাছ সংগ্রহ করে তা হালকা বড় করে তবেই পুকুরে চাষ করতে হবে ওই চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে দেখে নিতে পারেন।
মাছের খাদ্য তালিকা
এটা প্রতিটা মাছ চাষ করা কৃষদের পড়া উচিত মাছের খাদ্য তালিকা সম্পর্কে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট মাছের পুষ্টির চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও দ্রুত হয় বাণিজ্যকভাবে যদি আপনি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই নিয়মিত প্রাকৃতিক উপায়ে খাবারের পাশাপাশি কিছু দানাদার খাবার খাওয়াতে হবে
আরো পরুন: ঈদুল আযহা সম্পর্কিত তথ্য সম্পর্কে জানতে
সেই খাদ্যগুলো হলো সাধারণত ফিস মিল রেপসিড সয়া মিল অটো ব্রান এংকার ডাল বাদামখয়েল ডিওআরবি সরিষার খৈল এবং আটা দিয়ে একত্রে মিশিয়ে একটি মাছের খাদ্য তালিকা তৈরি করতে পারেন এই খাদ্যটির মাছকে খাওয়ানোর মাধ্যমে তাড়াতাড়ি মোটাতাজা হবে এবং বাজারজাত করতে পারবেন দ্রুত এবং লাভজনক হয়ে উঠবে।
মাছের প্রতিদিনের খাদ্য কতটুকু দরকার
কয়েকটি মাছকে যে পরিমাণ খাবার খাওয়াতে হবে সে পরিমাণগুলো নিচে উল্লেখ করা হবে সে মাছগুলো হলো তেলাপিয়া পাঙ্গাস কার্প জাতীয় মাছ কই মাগুর পাবদা এই সকল জাতীয় মাছ এই মাছগুলানের খাদ্য তালিকা নিচে দেওয়া হল:
- রেপ সিড ২০%
- অ্যাংকর ৩০%
- আটা ১০%
- অটোব্রান ৪০%
এ খাবারটি আপনি খাওয়াতে পারেন পোনা থেকে মাঝারি পর্যন্ত মাছকে এই নিয়মটি পালন করে খাওয়াতে পারেন খাবারগুলো এর চাইতে বেশি দিলে সমস্যা দেখা দিতে পারে তাই পরিমাণ মতো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন।
মাছ চাষ পদ্ধতি
আপনি যদি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন কারণ আমরা সঠিক উপায় জানানোর চেষ্টা করব মাছ চাষ করার পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যে মাছ চাষ পদ্ধতি সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে ছোট মাছ চাষ পদ্ধতি বড় মাছ চাষ পদ্ধতি মাছের খাদ্য তালিকা ইত্যাদি ইত্যাদি উপরে উল্লেখ করা হয়েছে তাই
সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে আপনি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গরমে মাছ চাষ করার কিছু সতর্কতা জানতে পারবেন শীতে কোন মাছ চাষ লাভ বেশি তা জানতে পারবেন এক কথায় বলা যায় মাছ চাষ পদ্ধতি সম্পর্কে এ টু জেড তথ্য জানতে পারবেন তাই সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
সর্বশেষ কথা
আমরা ইতিমধ্যে জেনেছি মাছের রেনু পোনা চাষ পদ্ধতি এবং আরো জেনেছি ছোট পুকুরে মাছ চাষ পদ্ধতি মাছের প্রতিদিনের খাদ্য কতটুকু দরকার গরমে মাছ চাষ করার কিছু সতর্কতা শীতে কোন মাছ চাষে লাভ বেশি কয়েকটি মাছের নাম এক কথায় বলা যায় মাছ সম্পর্কিত এ টু জেড তথ্য আমরা
জানতে পেরেছি artical এর মাধ্যমে আপনি যদি না জানেন আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আশা করি মাত সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url