কোরবানির গোশত বন্টনের নিয়ম - কোরবানি কাদের উপর ফরজ

আমরা আজকে জানবো  কুরবানীর গোশত বন্টনের নিয়ম সম্পর্কে এবং আরো জানবো কোরবানির কাদের উপর ফরজ করা হয়েছে কোরবানির মাংস মূলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন নিজের জন্য একভাগ ফকির মিসকিনদের জন্য একভাগ এবং আত্মীয়-স্বজনের জন্য একভাগ দিয়ে টোটালে তিনভাগ।
কোরবানির গোশত বন্টনের নিয়ম
গরিবদের মাঝে যদি গোস্ত বিতরণ না করেন এতে আপনার কৃপণতা বৃদ্ধি পাবে এবং আপনার কোরবানি কবুল নাও হতে পারে কোরবানির মাধ্যমে কোরবানি দাতার অহংকার থেকে নিরাপদে থাকে এবং ফকির মিসকীনদের মাংস দেওয়ার  ফলে অন্তর পরিশুদ্ধ থাকে।

ভূমিকা

আপনি যদি কোরবানির সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন কারণ সঠিক উপায় আমরাই কোরবানী সম্পর্কে এটুজেট তথ্য তুলে ধরব আপনি যদি কোরবানি সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে চান তাহলে সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য যেমন


আমরা জানবো কোরবানির গোশত বন্টনের নিয়ম কোরবানি কাদের উপর ফরজ কোরবানির মাংস কতদিন রাখা যাবে কোরবানির শর্ত সমূহ এক কথায় বলা যায় কোরবানি সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পারবে এবং কোরবানি দেয়ার আগে এই সকল নিয়ম কানুন গুলো জেনে রাখা অত্যন্ত জরুরী কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যায় বিস্তারিত নিচে দেখুন

কোরবানির মাংস কতদিন রাখা যাবে

অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোরবানির মাংস কতদিন রাখা যাবে এই সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য এই পোষ্টটি অনেক মূল্যবান তো চলুন জেনে নেয়া যাক কোরবানির মাংস কতদিন রাখা যাবে এটা মূলত আপনার উপরে নির্ভর করে অনেকে আছে যারা মনে করে কোরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যাবে না তাই সম্পূর্ণ মাংস গুলি


বিতরণ করে দেয় বা তিন দিনে খেয়ে শেষ করে দেয় কিন্তু এটা সঠিক নয় কোরবানির মাংস মূলত আপনি যতদিন ইচ্ছা সংরক্ষিত করে রেখে খেতে পারেন এটা শরীয়তে কোন বাধা নেই শরীয়তে আগে বাধা ছিল তিন দিনের বেশি খাওয়া যেত না কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে এখন কোরবানির মাংস যতদিন ইচ্ছা সংরক্ষণ করে তা খেতে পারেন কোন নিষেধাজ্ঞা নেই।

কোরবানির গোশত বন্টনের নিয়ম

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাংস বিলি করতেন কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন দ্বিতীয় ভাগটি দিতেন গরিব-প্রতিবেশীদের এবং তিন নম্বর ঘাটতি দিতেন গরিব মিসকিনদের আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা উহা হতে নিজে আহার কর এবং গরিব-দুঃখীদের আহার করার ব্যবস্থা করে দাও


কোরবানির মাংস নিয়ে যে আহার করতে বলেছেন এবং গরিব-দুঃখীদের মাংস বিতরণ করতে বলেছেন এবং সংরক্ষণ করে রাখতে বলেছে তবে কোরআনের আয়াতের ও হাদিসের তিনটি ভাগ করতে বলা হয়েছে ইঙ্গিত স্বরূপ এর কোন পরিমাণ নির্ধারিত করা হয় নাই তাই ইচ্ছামত বন্টন করতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন।

কোরবানির নিয়ম

আপনি আমাদের এই আর্টিকেলটি দেখছেন মানে আপনি কোরবানি সম্পর্কে জানতে চান কোরবানির নিয়ম সম্পর্কে জানতে চাইলে উপর থেকে নিচ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে এবং আমাদের সাথে থাকতে হবে তাহলে কোরবানি সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে পারবেন বিস্তারিত নিচে দেখুন।

কোরবানির জন্য পশুর বয়সসীমা

কোরবানির জন্য ছাগল দুম্বা ভেড়া এগুলোর বয়স এক বছর হতে হয় এবং গরু মহিষ এগুলোর দুই বছর বয়স হওয়া প্রয়োজন হয় এবং উটের বয়স পাঁচ বছর হতে হবে এই পশুগুলো মূলত নর বা মাদি যাই হোক না কেন কোরবানি দেওয়া যাবে এবং সর্বপ্রথম দেখতে হবে সেই প্রশ্নটির কোন খুত আছে কিনা যদি কোন ধরনের খুত থেকে থাকে তাহলে


সেই কোরবানিটা আদায় হবে না কিছু কিছু পশুর চোখ-কান কাটা থাকে লেজ কাটা থাকে চলন শক্তিহীন হয়ে পড়ে খুরিয়ে চলাফেরা করে সিংয়ের সমস্যা এ সকল সমস্যা গুলো দেখা দিলে সেই পশুটি কোরবানির জন্য উপযুক্ত নয় তার উপযুক্ত তা কমে যায় তাই এই সকল সমস্যা থাকলে পশু ক্রয় করা থেকে বিরত থাকুন এবং উপযুক্ত পশু ক্রয় করুন।

কোরবানি কাদের উপর ফরজ

কোরবানি কাদের উপর ফরজ এটা আসলে ঠিক নয় কারণ কোরবানি ফরজ নয় কোরবানি হলো কিছু কিছু আলেম বলে থাকে সুন্নত কিছু কিছু আলেম বলে থাকে ওয়াজিব শরীয়তে যাদের জন্য কোরবানি বাধ্যতামূলক হয়ে থাকে যেমন প্রথমত মুসলিম হতে হবে বিবেক সম্পন্ন হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং যে ব্যাক্তি ওই দিনে কোরবানির পশু

জবাই করার সামর্থ্য রাখে সেই ব্যক্তির উপর কোরবানি সুন্নতে মুয়াক্কাদা হয়ে যায় তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তিনি যে হাদিস দিয়ে ওয়াজিবের দলিল দিয়েছে সেটি হল তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন কোরবানি দেয় এবং ব্যাংকে যদি কোরবানি দেওয়ার মতো কিছু টাকা পয়সা থেকে থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন।

পশু জবাই করার সময় মাথা কোন দিকে থাকবে

পশু জবাই করার সময় মাথাটাই রাখতে হবে দক্ষিণ দিকে এবং সিনা রাখতে হবে কিবলামুখী এবং পা থাকবে পশ্চিম দিকে এভাবে পশু শোয়ানো উত্তম তাই পশু জবাই করার সময় এগুলো খেয়াল রাখতে হবে নয়তো আপনার পশু কোরবানি কবুল নাও হতে পারে তাই সব দিকে খেয়াল রেখে কোরবানি সম্পন্ন করতে হবে।

পশু জবাইয়ের দোয়া

পশু জবাইয়ের কিছু দোয়া আছে সে দোয়াগুলো পাঠ করে পশু জবাই করতে হয় সে দোয়া সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না সেজন্য পাঠ করা হয় না আল্লাহু আকবার বলে অনেকেই জবাই করে দেয় পশু জবাইয়ের দোয়াটি কি চলুন জেনে নেয়া যাক বিস্তারিত নিচে দেখুন।

বাংলা উচ্চারণ

ইন্নি ওজ্জা হতু ওয়াজজা হিয়া লিল্লা জি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ও ওয়ামা আনা মিনাল মুশরিকিন।


এই দোয়াটি পশু জবাইয়ের সময় পাঠ করে পশু জবাই করা উত্তম দোয়াটি মনে না থাকলে ভালোভাবে মুখস্ত করে নেবেন তাহলে এই দোয়া পাঠ করে পশু জবাই করলে ইনশাল্লাহ আপনার পশু জবাইতে সঠিকভাবে হবে এবং আপনার কোরবানিতে কবুল হওয়ার চান্স থাকবে।

কোরবানি দেওয়ার যোগ্যতা

কোরবানি দেওয়ার যোগ্যতা এটার মানে হলো আপনার ঘরে যদি মোটা অংকের ক্যাশ থাকে তাহলে আপনার জন্য কোরবানি প্রযোজ্য আপনার ব্যাংকে যদি টাকা পয়সা থাকে তাহলেও আপনার জন্য কোরবানি দেওয়া প্রযোজ্য আপনার বাসায় যদি টাকা পয়সা নগদ ক্যাশ না থাকে সোনা দানা থেকে থাকে তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে।

কোরবানির শর্ত সমূহ

কোরবানির শর্ত সমূহ সম্পর্কে জানতে হলে উপরে উল্লেখ করা হয়েছে কোরবানির জন্য পশুর বয়সসীমা সেই চ্যাপ্টার এই উল্লেখ করা হয়েছে কোরবানির কিছু শর্ত সমূহ যেমন কোরবানির জন্য ছাগল ভেড়া দুম্বা এগুলোর বয়সসীমা এক বছর এইরকম সব পশুর বয়সসীমা উল্লেখ করা আছে। এবং কোরবানির জন্য হৃষ্টপুষ্ট হতে হবে।

কোরবানি কার নামে দিতে হয়

কোরবানি কার নামে দিতে হয় এরকম প্রশ্ন মনে হয় কারো নাও থাকতে পারে তবে যারা জানেন না তারা জেনে নিন কুরবানী সব সময় দিতে হবে আল্লাহর নামে কারণ কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্যই বা আল্লাহকে রাজি-খুশি করার জন্যই কোরবানি তাই আল্লাহর নামে কোরবানি দিতে হবে অন্তর পরিষ্কার ভাবে এবং নির্ভেজাল ভাবে টাকা দিয়ে কোরবানি দিলে

সে কোরবানি কবুল হবে না তাই কোরবানির জন্য আপনার সবচাইতে মূল্যবান পশু বা অন্যান্য জিনিস দিয়ে আল্লাহর নামে কোরবানি দিতে হবে আল্লাহ ছাড়া অন্য নামে কোরবানি দিলে সে কোরবানি কখনোই কবুল হবে না তাই কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে।

সর্বশেষ কথা

আমরা ইতিমধ্যে জেনেছি কোরবানির গোশত বন্টনের নিয়ম এবং আরো জেনেছি কুরবানী কাদের উপর ফরজ কাদের উপর এবং তাদের উপর কোরবানির মাংস কতদিন রাখা যাবে পশু জবাইয়ের দোয়া কোরবানি দেওয়ার যোগ্যতা সম্পর্কে এক কথায় বলা যায় কোরবানি সম্পর্কিত এ টু জেড তথ্য তুলে ধরা হয়েছে আর্টিফাইলের মাধ্যমে

তাই আমি সাজেস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আশা করা যায় আপনি যদি কোরবানি সম্পর্কে জানতে চান তাহলে এ টু জেড ধারণা পাবেন এর মাধ্যমে তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে যারা আছেন এতক্ষন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url