অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম - বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট
ডিজিটাল বাংলাদেশের কোন কিছুই এখন কঠিন নয় কারণ অনলাইনের মাধ্যমে এসব কিছু ঘরে বসে থেকে করা সম্ভব হয়ে থাকে যেমন কারেন্ট বিল ঘরে বসে থেকে দিতে পারবেন এবং খুব সহজেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন এবং আরো জানতে পারবেন বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট সেই সম্পর্কে ও।যেমন দুইটি কোম্পানির ঘরে বসে থেকেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন সেই দুটি কোম্পানি হলো একটি নেস্কো এবং একটি ডেসকো তো চলুন কোনটাই কিভাবে দেখে তা জেনে নেয়া যাক বিস্তারিত নিচে দেখুন।
ভূমিকা
আজকে আমরা জানতে চলেছি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে আরো জানবো বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট আসে সেই সম্পর্কে আরো জানবো বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে এবং নগদে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম সম্পর্কে এক কথায় বলা যায় বিদ্যুৎ বিল সম্পর্কিত এ টু জেড তথ্য আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো আপনি যদি বিদ্যুৎ বিল সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি করুন এবং আমাদের সাথে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক বিস্তারিত নিচে দেখুন।
বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম সম্পর্কে যদি জানতে চান একদম ঠিক জায়গায় এসেছেন কারণ সঠিক উপায়ে জানানোর চেষ্টা করব বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম সম্পর্কে তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে তারপরে ধাপে ধাপে তা পূরণ করতে হবে বিস্তারিত নিচে দেখুন।
আরো পরুন: অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে জানতে
- ইন্টারনেট কানেকশন দিয়ে বিকাশ অ্যাপ এ প্রবেশ করতে হবে
- প্রবেশ করার পরে পেই বিল একটি অপশন থাকবে
- এরপরে ইলেক্ট্রিসিটি অপশনে ক্লিক করতে হবে
- এর পরে আরেকটি অপশন আসবে পল্লী বিদ্যুৎ পোস্ট অথবা পেইড যেকোনো একটি অপশন সিলেক্ট করতে হবে
- এরপরে কোন মাসের বিল দিছেন সেটা সিলেক্ট করতে হবে
- এরপরে ১৩ ডিজিটের বিল নাম্বারটি দিতে হবে
- এবং পে বিল অপশনে চলে যেতে হবে
- এরপর একটি অপশন আসবে সেখানে পিন চাইবে পিন দিতে হবে
- এরপরে নিচে টেপ দিয়ে ধরে রাখতে হবে এবং বিল দেয়া কনফার্ম করতে হবে এটাই মূলত বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম।
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম বিকাশে বিল দেয়ার মতই তো চলুন এটাও জেনে নেয়া যাক খুব সহজেই কিভাবে অনলাইনে বা বিকাশের বিদ্যুৎ বিল চেক করা যায় সেই সম্পর্কে বিস্তারিত নিচে দেখুন।
আরো পড়ুন: বিকাশ এপস খোলার নিয়ম কানুন সম্পর্কে জানতে
- সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন দিয়ে বিকাশে প্রবেশ করতে হবে
- এরপরে পিই বিল অপশনে ক্লিক করতে হবে
- এরপরে একটু নিচে একটি অপশন থাকবে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এ ক্লিক করতে হবে
- এরপরে একটি অপশন থাকবে কোন মাসের বিল দেখতে চান সেই মাছটি উল্লেখ করতে হবে
- এর পরে আরেকটি অপশন আসবে সেখানে মিটারের এসএমএস একাউন্ট নাম্বার দিতে হবে
- পে বিল করতে এগিয়ে যান সেই অপশনে ক্লিক করতে হবে
- এর পরেই আপনার সামনে লিস্ট আকারে চলে আসবে আপনার মিটারের বিলের পরিমাণ পরিষদের শেষ সময় সকল তথ্য দেখতে পারবেন এই মাধ্যমটি অবলম্বন করে।
বোতাম মোবাইলের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
অনেকেই বিকাশের মাধ্যমে হয়তো বা বুঝতে পারে না তাদের জন্য কিংবা যাদের স্মার্টফোন নাই তাদের বোতাম ফোনের মাধ্যমেই পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন তো কি নিয়ম মানে চললে তা পারবেন চলুন জেনে নেয়া যাক বিস্তারিত নিচে দেখুন।
- বাটন ফোনে ডায়াল করতে হবে*২৪৭# এটা ডায়াল করার পর একটি লিস্ট আসবে
- সেই লিস্টে ছয় নাম্বার লিস্টে বিল পে অপশন থাকবে সিক্স বাটনে চাপ দিয়ে ওকে বাটনে চাপ দিতে হবে।
- এরপরে আরেকটি অপশন আসবে দুই নং ইলেকট্রিসিটি পোস্টপেইড 2 নং এ চাপ দিয়ে ওকে বাট অনেক চাপ দেন
- পল্লী বিদ্যুৎ এক নম্বরে থাকবে এক নম্বরে চাপ দিয়ে ওকে বাটনে চাপ দিন
- চেক বিল এক নম্বরে আসবে তাই আবার এক নম্বরে চাপ দিয়ে ওকে করুন
- আবার ১ নম্বরে ইমপোর্ট এসএমএস এ এবং সি নাম্বার প্রথমে আছে তাই আবার একই চাপ দিন
- এরপরে বিদ্যুৎ বিল উল্লেখিত এসএমএস নাম্বারটি দিয়ে ওকে বাটনে চাপুন
- এর পরে আপনি যে মাসের বিল চেক করতে চান সেই মাসের সংখ্যা এবং বছর লিখুন
- এরপর সেন্ড বাটনে চাপ দিন
- এরপরে বিকাশ নাম্বারের পিন দিয়ে সেন্ট বাটনে চাপ দিন
- কিছুক্ষণ পরেই বিদ্যুৎ বিল চেকসহ অন্যান্য তথ্য এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন
বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট
বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট সে সম্পর্কে যদি জানতে চান সঠিক জায়গায় এসেছেন চলুন জেনে যাক বিদ্যুৎ বিল ইউনিটকে কত টাকা করে পরে যাদের ২০১ থেকে ৩০০ মিনিটের মধ্যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে ইউনিট প্রতি ছয় টাকা 95 পয়সা পড়ে থাকে তবে এখন এটা বাড়িয়ে ৬০ টাকা ৫৯ পয়সা করা
হয়েছে 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য 4 টাকা 63 পয়সা করা হয়েছে এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য ১৪ টাকায় ৬১ পয়সা করা হয়েছে তো এটা মূলত যে যে রকম ইউনিট পুড়বে তার তেমন বিল আসবে।
বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিলে চার্জ কত কাটে
বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিলে চার মাস কোন চার্জ কাটেনা এরপর থেকেই চার্জ কাটা শুরু করে এটার একটি পরিমাণ আছে তাই আমরা জানবো কত টাকা বিল হলে কত টাকা চার্জ নিয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত নিচে দেখুন।
- বিলের পরিমান এবং চার্জ
- ১ থেকে৩০০ টাকা = ৩ টাকা
- ৩০১ থেকে ৮০০ টাকা = ৮ টাকা
- ৮০১ থেকে ১৫০০ টাকা = ১৫ টাকা
- এভাবেই বিলের পরিমাণ বৃদ্ধি পেলে এর চার্য বৃদ্ধি পাবে এই অনুযায়ী বিল দেয়া হয়ে থাকে।
পল্লী বিদ্যুৎ বিল বোতাম ফোন দেয়ার নিয়ম
- বোতাম ফোন থেকে ডায়াল করতে হবে *২৪৭# এটা ডায়াল করলে বিকাশে চলে যাবে
- এরপরে কয়েকটি অপশন আসবে ৬ নম্বরে পে বিল অপশনটি সিলেক্ট করতে হবে
- এরপরে ২ নম্বর অপশনে থাকবে ইলেকট্রিক সিটি পোস্টপেইড সিলেক্ট করতে হবে
- এরপরে এক নম্বরে থাকবে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করতে হবে
- এরপরে ২ নাম্বারে থাকবে মেক পেমেন্ট সেই ওকে বাটনে চাপ দিতে হবে
- এর পরে এক নম্বরে থাকবে ইনপুটবেল একাউন্ট নং সেখানে ১৩ ডিজিটের সিরিয়াল নাম্বারটি দিতে হবে
- এরপর আরেকটি অপশন আসবে বিলের মাছ এবং বছর উল্লেখ করতে হবে
- এরপরে বিলের পরিমাণ দিতে হবে
- তারপরে বিকাশ পিন নাম্বার দিতে হবে
- এগুলো সম্পূর্ণ হয়ে গেলে একটি এসএমএস আসবে সেই এসএমএসে থাকবে ট্রানজেকশন আইডি সেই বিলের কাগজে উক্ত আইডিটা লিখে রাখতে হবে
বিকাশে ফ্রি বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
অনেকেই হয়তোবা মনে করেন বিকাশে বিদ্যুৎ বিল দিলে অনেক চার্জ কাটে কিন্তু না বিকাশ থেকে ফ্রিতে বিল দেওয়া যায় যে কোন চারটি তো চলুন জানিনা যাক সে চারটি কি কি প্রথমত পানি বিল গ্যাস বেল এবং বিদ্যুৎ বিল এই বিল দিতে কোন রকমের চার্জ কাটবে না প্রতিটি গ্রাহকই এই সুবিধাটি পাবেন
এই সুবিধাটি পেতে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা মোবাইলের ডায়াল করার মাধ্যমে ব্যবহার করতে পারেন যেমন*২৪৭# এই কোডটি ডায়াল করার মাধ্যমে এই অফার গুলোর ক্ষেত্রে পরিমাণের কোন লিমিট নেই তাই আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।
বিকাশের মাধ্যমে বকেয়া বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
অনেকে মনে করে থাকেন বিকাশের মাধ্যমে বকেয়া বিদ্যুৎ বিল দেয়া সহজ বকেয়া বিল দেওয়া সহজ তবে বকেয়া বেল কখনোই তারা গ্রহণ করে না বিকাশের মাধ্যমে যখন আপনি বকেয়া বিল দেবেন তখন সেই বিল আপনার বিকাশে আবার ফেরত দেয়া হবে তাই এটি বিকাশের মাধ্যমে না দিয়ে অফিসে গিয়ে সরাসরি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
বিদ্যুৎ বিল কয় ধরনের হয়ে থাকে
বিদ্যুৎ বিল মূলত দুই ধরনের হয়ে থাকে যেমন এক নম্বর হলো প্রিপেইড এটার মানে হলো মিটারে ব্যালেন্স রিচার্জ করে তারপরেই ব্যবহার করতে পারবেন আর দুই নম্বরটি হল পোস্টপেইড যা সারা মাস ব্যবহার করে তারপরে বিল দেওয়া হয় মূলত বিদ্যুৎ বিল দুই ধরনের হয়ে থাকে একটি হলো প্রিপেইড এবং অপরটি হলো পোস্টপেইড।
সর্বশেষ কথা
আমরা ইতিমধ্যে জেনেছি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম এবং বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট কাটে সে সম্পর্কেও আমরা জেনেছি আরো জেনেছি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম এবং বোতাম মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম এক কথায় বলা যায় বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম কানুন সম্পর্কে এ টু জেড তথ্য আমরা জানতে পেরেছি
আর্টিকেলের মাধ্যমে তাই আপনি যদি জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি এ টু জেড তথ্য জানতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url