হোয়াটসঅ্যাপ খুলবো কিভাবে - হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নিয়ম
Whatsapp একটি অন্যতম মেসেজিং মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে যেগুলো ব্যবহার করা লাগে তা হল যে কোন মোবাইল ফোন বা ডিভাইস এবং ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন এবং মোবাইল নাম্বার এগুলো হলে হোয়াটসঅ্যাপ খোলা যাবে আমরা জানবো আরো হোয়াটসঅ্যাপ খুলবো কিভাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নিয়ম।
Whatsapp ব্যবহৃত করা হয় বেশিরভাগ মেসেজ করার জন্য বা ভিডিও কলে কথা বলার জন্য এবং যেকোনো পিকচার আদান-প্রদানের জন্য একটি ভালো মানের মাধ্যম আগে যা মেসেঞ্জারের মাধ্যমে হতো এখন তা বেশিরভাগ হয় whatsapp এর মাধ্যমে।
ভূমিকা
আমরা জানবো হোয়াটসঅ্যাপ খুলবো কিভাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নিয়ম কানুন সম্পর্কে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার সেটিং করার নিয়ম জানব এবং আরো জানবো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার নিয়ম আপনি যদি whatsapp সম্পর্কে জানতে চান তাহলে একদম ঠিক জায়গায় এসেছে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপ সম্পর্কিত এ টু জেড তথ্য তো চলুন জেনে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে সেভ করে
Whatsapp নাম্বার সেভ করার অন্যতম মাধ্যম হলো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অন করে নিতে হবে। এরপরে একটা ইন্টারফেস আসবে কললিস্টে চলে যেতে হবে। তারপর ডায়ালের একটি অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে দেখবেন আপনার কন্টাকে যতজন অ্যাড আছে সকলের নাম্বার দেখা যাবে ওখানে গিয়ে নিউ কন্টাক্ট
একটি অপশন আসবে সেখানে সেখানে গিয়ে নিউ কন্টাক্ট এ ক্লিক করতে হবে তারপরে একটি অপশন আসবে ফর্ম আকারে সেখানে গিয়ে নাম এবং নাম্বার চাইবে সেখানে গিয়ে কিছু জিমেইল আইডি অথবা অন্যান্য আইডি অ্যাড করতে বলবে তা এড করলেও চলবে না করলেও চলবে এরপরে একটি অপশন থাকবে রাইট সে রাইট
অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং তারপরেই তা সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে গেলেও সেভ লিস্টে তা পাওয়া যাবে না সেটা পাওয়ার জন্য এবং সেটা পাওয়ার জন্য একটি সার্চ বাটন থাকবে সেখানে সার্চ দিতে হবে যে নামে সেভ করা হয়েছিল সেটা দিয়ে সার্চ করলেই সেই নাম্বারটি চলে আসবে এবং মেসেজ
করার জন্য একটি প্রোফাইলের মতো অপশন থাকবে সেখানে ক্লিক করে মেসেজ করতে পারবেন এটাই মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার একটি আইডিয়া।
হোয়াটসঅ্যাপ খুলবো কিভাবে
অনেকের প্রশ্ন থাকে whatsapp খুলবো কিভাবে এটা একেবারেই ইজি তবে যে জানে তার জন্য এই যে কিন্তু যে না জানে তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়াতে পারে তাই ইজি ভাবে জানার জন্য একদম ঠিক জায়গায় এসেছেন চলুন জেনে নেওয়া যাক খুব সহজেই whatsapp খোলার নিয়ম সম্পর্কে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ খোলার জন্য একটি
আরো পড়ুন: অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে জানতে
মোবাইল ফোন লাগবে ফোনে whatsapp অ্যাপটি ডাউনলোড দিয়ে নিতে হবে এবং তাতে প্রবেশ করতে হবে এবং তাদের প্রবেশ করার পরে একটি নাম্বার চাইবে সেই নাম্বারটির প্রেস করতে হবে নাম্বারটা দিতে হবে নিজের দেশের এবং নাম্বারটি নিজের দেওয়া উচিত কারণ ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড
আসবে এবং হোয়াটসঅ্যাপে ঢোকার পর একটি অপশন আসবে সেখানে ভেরিফিকেশন কোড চাইবে সেখানে ওই কোডটি বসানো লাগবে তাহলেই হোয়াটসঅ্যাপ খুলে যাবে হোয়াটসঅ্যাপ খোলা আসলেই একটি সহজ উপায়।
হোয়াটসঅ্যাপে মেসেজ করার নিয়ম
তো হোয়াটসঅ্যাপ খোলার নিয়ম উপরে জেনে এসেছেন আশা করা যায় এবং হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করাও জেনে গিয়েছেন ইতিমধ্যে এখন জানবেন হোয়াটসঅ্যাপে মেসেজ কিভাবে করা যায় সেই সম্পর্কে তো অল্প কথাতেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করি আমরা চলুন জেনে নেওয়া যাক হোয়াটস অ্যাপে মেসেজ করার নিয়ম সম্পর্কে।
সর্বপ্রথম whatsapp এ প্রবেশ করতে হবে এবং তারপরে একটি অপশন থাকবে মেসেজ অপশন বা চ্যাট অপশন সেখানে ক্লিক করতে হবে এবং যার সাথে আপনি মেসেজ করতে চান বা টেক্সট করতে চান তাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে আপনি মেসেজ লিখে সাবমিট করলেই তার কাছে মেসেজ চলে যাবে এটাই মূলত হোয়াটসঅ্যাপে মেসেজ করার নিয়ম।
হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নিয়ম
Whatsapp গ্রুপে অনেকে এড থাকেন কিন্তু নিজে নিজে গ্রুপ খোলার নিয়ম জানেন না তাদের জন্য মূলত এই আর্টিকেলটি চলুন জেনে নেওয়া যাক গ্রুপ খোলার নিয়ম সম্পর্কে এবং গ্রুপ খুলে এড করার নিয়ম সম্পর্কে সর্বপ্রথম whatsapp ওপেন করে নিতে হবে এরপরে একটি মেনু বার আসবে সেই মেনুবার গিয়ে ক্লিক করতে হবে এবং ক্লিক করার
পরে একটি নিউ গ্রুপ বলে অপশন থাকবে সেখানে গিয়ে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে একটি লিস্ট চলে আসবে যতগুলো নাম্বার সেভ করা আছে সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে কাকে কাকে গ্রুপে এড করবেন এবং সিলেক্ট করার পরে একটি তির চিহ্ন থাকবে সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পরে একটি
অপশন আসবে গ্রুপের নাম দেওয়ার জন্য ক্লিক করে নাম দিয়ে দিতে হবে এবং নাম দেওয়ার পর একটি রাইট চিহ্ন থাকবে থাকবে বা টিক চিহ্ন থাকবে সেখানে ক্লিক করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল একটি নতুন গ্রুপ এবং সেখানকার এডমিন হলেন আপনি।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার নিয়ম
Whatsapp এ ভিডিও কলে কথা বলার নিয়ম একেবারে সিম্পল এটা ইজি বললেই চলে যে অডিও কলে কথা বলতে পারে সে ভিডিও কলে ও পারবে কারণ ওখানে দুইটা অপশন থাকে একটি হলো অডিও কলের অপশন এবং একটি হলো ভিডিও কলের অপশন আপনি যার সঙ্গে কথা বলবেন তার নাম্বারে ক্লিক করলে এই অপশনটি পাবেন অডিও কলের
আরো পড়ুন: তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে আরো জানতে
অপশন এ ক্লিক করলে অডিও কলে কথা বলতে পারবেন এবং ভিডিও কলের অপশনে ক্লিক করলে ভিডিও কলে কথা বলতে পারবেন whatsapp আমাদের জন্য একটি সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা অডিও ভিডিও কলে কথা বলতে পারি এবং মেসেজ করতে পারি যেখানে সেখানে তো নিশ্চয়ই
ভিডিও কলে কথা বলার সহজ উপায়টি জানতে পারলেন হোয়াটসঅ্যাপ সম্পর্কিত এ টু জেড তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার চেষ্টা করেন।
হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করার নিয়ম
হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং এর জন্য একটি রেকর্ডার অপশন থাকে আর যদি সেটা না থাকে তাহলে আলাদাভাবে রেকর্ডিং এর একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর যদি থাকে তাহলে জেনে নিন whatsapp এ কল রেকর্ড করার নিয়ম হোয়াটসঅ্যাপে যখন কল আসবে বা আপনি যখন কল দেবেন তখন লাউড স্পিকার অন করে দিতে হবে
এরপরে আরেকটি অপশন থাকবে ভয়েস রেকর্ডিং সেই ভয়েস রেকর্ডিং অপশনটি অন করে দিতে হবে তাহলে হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং হয়ে যাবে তবে এই প্রক্রিয়াটা কিছু কিছু ফোনের জন্য প্রযোজ্য নয় যেমন অ্যাপেল জাতীয় ফোনের জন্য এটি সমস্যা দেখা দিতে পারে এটি কাজ করে না তবে অন্যান্য অ্যান্ড্রয়েডে এটি সম্ভব।
একটি হোয়াটসঅ্যাপ দুটি ফোনে ব্যবহার করার নিয়ম
একটি whatsapp একাধিক ফোনে ব্যবহার করার জন্য কোন সিম কার্ড লাগবে না চলুন জেনে নেওয়া যাক কিভাবে সম্ভব অল্প কথাতেই শেষ করার চেষ্টা করব কারণ অল্প কথা সকলে পছন্দ করে এবং অল্প কথা তো বোঝালে আরো পছন্দ করে তো চলুন জেনে নেওয়া যায় একটি ফোনে খোলা থাকলে দ্বিতীয় ফোনে খোলার জন্য একটি ব্রাউজার অন
করে নিতে হবে www whatsapp.com এটাতে ক্লিক করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবে সেখানে গিয়ে রিকুয়েস্ট ডেস্কটপ সাইট বেছে নিতে হবে এবং সেখানে একটি কিউআর কোড পেয়ে যাবেন এরপরে প্রথমে যেটাতে সিলেক্ট করা আছে বা লগইন করা আছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েব
সিলেক্ট করুন সেখানে পেয়ে যাবেন কিউ এর স্ক্যানার এবারে দুটোতে পাওয়া স্ক্যানার বা কোড স্ক্যান করলেই দ্বিতীয় ফোনেও একই নম্বরে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং দুটি ফোনেই চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে কথা বলার উপায়
অ্যান্ড্রয়েড ফোন আইফোন যে কোন ফোন বা ল্যাপটপ কম্পিউটারে নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে তা সম্ভব সে সম্পর্কে। যেকোন গুগল ক্রোম ব্রাউজার বা যেকোন বাজারের প্রবেশ করুন এরপরে Wa.me/"numbar" লিখে প্রবেশ করতে হবে এবং নাম্বার লেখার সময়
কান্ট্রি নাম্বার নিশ্চয়ই লেখা লাগবে যেমন বাংলাদেশের হলে লেখা লাগবে প্রথমে প্লাস + 88 নাম্বারের আগে এটি যোগ করতে হবে এরপরে পেজে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে কলের একটি অপশন থাকবে সেখানে কল বাটনে ক্লিক করে এরপরে হোয়াটসঅ্যাপে সরাসরি কল
করে কথা বলতে পারবে এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি যে কোন প্লাটফর্মে কথা বলতে পারবেন খুব ইজিলি কারণ এখন whatsapp আমাদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে আগে এই সকল সুবিধা ছিল না।
নাম্বার সেভ না করে মেসেজ করার উপায়
আপনি যদি নাম্বার সেভ না করে মেসেজ করতে চান তাহলে উপরেরটি অবলম্বন করে চলতে পারেন কারণ উপরে একটি বলা হয়েছে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে কল করার উপায় সম্পর্কে হোয়াটসঅ্যাপে মেসেজ করার উপায়টি হলো একই রকম যেভাবে নাম্বার সেভ না করে কথা বলা যায় সেভাবেই নাম্বার সেভ না করেও নাম্বারে
মেসেজ পাঠানো যায় খুব সহজে তাই আপনি দুইটা অবলম্বন করে যে কোন প্ল্যাটফর্মে কথা বলতে পারবেন এবং মেসেজ করতে পারবেন খুব সহজে তাই উপরে উল্লেখিত তথ্যগুলো মেন্টেন করে আপনি নাম্বার সেভ না করে মেসেজ এবং কল করে কথা বলতে পারবেন খুব সহজেই।
শেষ কথা
আমরা ইতিমধ্যে জানলাম whatsapp সম্পর্কে এ টু জেড তথ্য আপনি নিশ্চয়ই জেনেছেন আপনি যদি না জেনে থাকেন আমি সাজেস্ট করব প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য কারণ অল্প কথাতেই আমরা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করে তাই খুব বেশি কথা না বলে অল্পতেই বোঝানোর চেষ্টা করেছে নিশ্চয়ই বুঝতে পারবেন সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে তাই আমি সাজেস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url